ad

উপবৃত্তি বিতরণের নিমিত্ত সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী পারফরমেন্স মূল্যায়ন কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট রেকর্ড-পত্রাদিসহ প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।

Views

 


উপবৃত্তি বিতরণের নিমিত্ত সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী পারফরমেন্স মূল্যায়ন কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট রেকর্ড-পত্রাদিসহ প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (২০/০৪/২০২৫)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক: ৩৮.০১.০০০০.১৯০.১৮.০১২.২০২৫- ৩৭০৮ তারিখ: ০৭ বৈশাখ ১৪৩২ ২০ এপ্রিল ২০২৫

বিষয়: উপবৃত্তি বিতরণের নিমিত্ত সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী পারফরমেন্স মূল্যায়ন কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট রেকর্ড-পত্রাদিসহ প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত।

সূত্র: গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ অনুষ্ঠিত মধ্য মেয়াদে পারফরমেন্স মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপবৃত্তির অর্থ বিতরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর এবং নগদ লিমিটেড এর ম্যধ্যে ০৫ (পাঁচ) বছর মেয়াদে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নগদ লিমিটেড এর মাধ্যমে সুবিধাভোগী মা/অভিভাবকের মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উক্ত চুক্তির শর্ত অনুযায়ী মধ্যমেয়াদে পারফরমেন্স মূল্যায়নের নিমিত্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত পারফরমেন্স মূল্যায়ন কমিটি কার্যক্রম গ্রহণ করেছে। ০২। বর্ণিতাবস্থায়, উক্ত মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য তাঁর জেলার সকল উপজেলার উপবৃত্তি সুবিধাভোগী মা/অভিভাবকগণের অনুকূলে উপবৃত্তির অর্থ বিতরণ ও প্রাপ্তিতে ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড এর পারফরমেন্স সংক্রান্ত প্রতিবেদন (সমস্যা/অনিয়মসহ) আগামী ০৫ কর্মদিবসের মধ্যে স্বাক্ষরিত হার্ডকপি এবং সফট্ওপি ইমেইলে (dirpesd.dpe@gmail.com) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ০৩। বিষয়টি অতীব জরুরী।

স্বাক্ষরিত

মীর্জা মো: হাসান খসরু পরিচালক (উপবৃত্তি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.