ad

অরেকর্ডকৃত (৬৫৫০৮ টির মধ্যে ১২১৯৩ টি) বিদ্যালয়ের জমি রেকর্ড সম্পন্ন করতে স্ব-স্ব জেলার জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


অরেকর্ডকৃত (৬৫৫০৮ টির মধ্যে ১২১৯৩ টি) বিদ্যালয়ের জমি রেকর্ড সম্পন্ন করতে স্ব-স্ব জেলার জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৮/০৩/২০২৫)

👉যেসকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি রেকর্ডভুক্ত নাই তাদেরকে জেলা প্রশাসক অফিসে যোগাযোগ করে রেকর্ডভুক্ত করা সংক্রান্ত নির্দেশনা। ১৮/০৩/২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০২২.২৪ তারিখ: ০৪ চৈত্র, ১৪৩১ ১৭ মার্চ ২০২৫
বিষয়: অরেকর্ডকৃত (৬৫৫০৮ টির মধ্যে ১২১৯৩ টি) বিদ্যালয়ের জমি রেকর্ড সম্পন্ন করতে স্ব-স্ব জেলার জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা। সুত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১১০.০৯.০০৯.২০২৪-৩১৯, তারিখ: ১২/০৩/২০২৫ উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১১০.০৯.০০৯.২০২৪-৩১৯, তারিখ: ১২/০৩/২০২৫ মূলে ২৩/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার ৮নং সিদ্ধান্ত মোতাবেক অরেকর্ডকৃত (৬৫৫০৮ টির মধ্যে ১২১৯৩ টি) বিদ্যালয়ের জমি রেকর্ড সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ অব্যাহত রাখার কথা উল্লেখ রয়েছে। ০২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মাসিক সমন্বয় সভার ৮নং সিদ্ধান্ত মোতাবেক অরেকর্ডকৃত (৬৫৫০৮ টির মধ্যে ১২১৯৩ টি) বিদ্যালয়ের জমির রেকর্ড সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
(মো: রাইহল করিম) সহকারী পরিচালক
পলিসি এন্ড অপারেশন বিভাগ



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.