ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের শিশু সন্তানকে বিদ্যালয়ে সঙ্গে নিয়ে আসা প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের শিশু সন্তানকে বিদ্যালয়ে সঙ্গে নিয়ে আসা প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (২৩/০১/২০২৫)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

তারিখ: ৯ মাঘ ১৪৩১ ২৩ জানুয়ারি ২০২৫

স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০০১.২৫-১৩৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের শিশু সন্তানকে বিদ্যালয়ে সঙ্গে নিয়ে আসা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্নপ্রান্ত থেকে অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত অত্র অধিদপ্তর অবহিত হয়েছে যে – দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকগণ তাদের শিশু সন্তানকে বিদ্যালয়ে নিয়ে গেলে তার উর্দ্ধতন কর্মকর্তা শিশু সন্তানকে সাথে নিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করছেন। মাতৃদুগ্ধপানকারী কোন শিশু সন্তান এতক্ষন মায়ের সঙ্গ থেকে দূরে থাকবে তা কোনভাবেই কাম্য নয়। শিক্ষকগণ তাদের উপর অর্পিত দায়িত্বের কোনরূপ ব্যত্যয় না ঘটিয়ে এবং বিদ্যালয়ের পরিবেশ কোনরূপ বিঘ্ন না ঘটিয়ে শিশু সন্তানকে সাথে নিয়ে আসতে পারবেন।

২। এমতাবস্থায়, শ্রেণিকক্ষে শিশু সন্তানকে সঙ্গে না নিতে শিক্ষকগণকে নিরুৎসাহিত করা হলো। প্রয়োজনে তাঁরা বিকল্প সহযোগী সাথে নিয়ে আসবেন। যদি সম্ভব হয় তবে তিনি বিদ্যালয়ে/বিদ্যালয়ের পাশে বিকল্প সহযোগীর সহায়তার অস্থায়ীভাবে "ডে কেয়ার" এর ব্যবস্থা করবেন।

৩। বর্ণিতাবস্থায়, উল্লিখিত বিষয়ের আলোকে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে শিশু সন্তানের প্রতি মানবিক দৃষ্টি রেখে প্রয়োজনীয় প্রদক্ষেপ গহণ করতে অনুরোধ করা হলো।

মোঃ রাইহুল করিম সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.