ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণজনিত কারনে সৃষ্ট বেতন বৈষম্য নিরসন প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণজনিত কারনে সৃষ্ট বেতন বৈষম্য নিরসন প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৯/০৩/০২৫) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর:৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৫.২৪-৪৬৪

তারিখ: ০৫ চৈত্র ১৪৩১ 

১৯ মার্চ ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণজনিত কারণে সৃষ্ট বেতন বৈষম্য নিরসন প্রসংগে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দিনাজপুর-এর স্মারক নম্বর: জেপ্রাশিঅ/দিনাজ/৫৫৩, তারিখ: ০৬/০৩/২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের আলোকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: শফিকুল ইসলাম-এর সি.ইন.এড প্রশিক্ষণ গ্রহণ করায় অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ তারিখের ০৭.০০.০০০০,১৬১.৩৮.০০৭.১৩.৯১ নং স্মারক পত্রের অনুচ্ছেদ (ঘ) এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০০১.১৭.১০১ তারিখ ২৩/০৩/২০২৩ পত্রের নির্দেশনামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অত্র অধিদপ্তরকে অবহিতকরণের জন্য নির্দেক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মো: রাইহুল করিম 

সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.