ad

সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রসঙ্গে প্রাগম এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রসঙ্গে প্রাগম এর পত্র। (০৯.০৩.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিশু কল্যাণ ট্রাস্ট

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, মিরপুর-২, ঢাকা-১২১৬

www.skt.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.০০০.২৩.০০০২.১৯.৬

২৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তারিখ: ০৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সমূহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত সময়ের পরে ঢাকা মহানগরীতে ২২টি এবং জেলা/উপজেলা পর্যায়ে ২৬টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সমূহ তাদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর অফিস, শ্রেণিকক্ষ, আঙ্গিনা, টয়লেট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে বিদ্যালয় ত্যাগ করেন। আকস্মিক পরিদর্শনকালে দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা প্রদানের পরেও তা যথাযথভাবে পরিপালন করা হচ্ছে না। উল্লেখ্য যে, প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর পরিবেশে মানসম্মত পাঠদান শিক্ষার্থীদের অন্যতম অধিকার, যা এহেন কর্মকান্ডে লঙ্ঘিত হচ্ছে।

এমতাবস্থায়, পরিদর্শনকালে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন তথা পরিবেশ বান্ধব পাওয়া না গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাক্ষরিত

সুরাইয়া খান

পরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.