প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্বাহক এজেন্সি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর -কে সম্পৃক্তকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্বাহক এজেন্সি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর -কে সম্পৃক্তকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৯.০৩.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৭০০.৯৯.০৩০.২৪-২১০
তারিখ: ০৫ চৈত্র ১৪৩১
১৯ মার্চ ২০২৫
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্বাহক এজেন্সি (Executing Agency) হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এবং গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)-কে সম্পৃক্তকরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সমগ্র বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের কাজ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হয়। বহু বছর ধরে এ সকল নির্মাণ কাজ বাস্তবায়নে নির্বাহক এজেন্সি হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মাঠ পর্যায়ে সম্পৃক্ত রয়েছে। অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায়, উন্নয়ন কাজের পরিমান বেশি থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ভবন নির্মাণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক ওয়াশব্লক নির্মাণ ও টিউবওয়েল স্থাপনের কাজ গুণগত মান বজায় রেখে সমগ্র বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে, অনেক ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়, এতে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং গুণগত মান বজায় রেখে প্রকল্পের নির্ধারিত মেয়াদে কাজ সম্পন্ন করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এবং গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)-কে নির্বাহক এজেন্সি হিসেবে (Executing Agency) নির্মাণ/পূর্তকাজে সম্পৃক্ত করা যেতে পারে।
২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং গুণগত মান বজায় রেখে প্রকল্পের মেয়াদে কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এর পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এবং গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)-কে নির্বাহক এজেন্সি হিসেবে (Executing Agency) নির্মাণ/পূর্তকাজে কাজে সম্পৃক্তকরণের অনুমোদন প্রদানের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আবু নূর মোঃ শামসুজ্জামান
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...