ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণের সময় ২৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৃদ্ধি ও কোর্স করার নির্দেশনা (সংশোধিত)।

Views

 


২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের অনলাইন কোর্স এ অংশগ্রহণের সময় বৃদ্ধিকরণ সংক্রান্ত ও কোর্স করার নির্দেশনা (সংশোধিত)।

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণের সময় ২৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৃদ্ধি ও কোর্স করার নির্দেশনা (সংশোধিত)।
২৩/০৩/২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৬০০.২৪.০০২.২৪.২৬৮ তারিখ:
৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ
বিষয়: ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণের সময় বৃদ্ধিকরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সম্পন্নকরণের সময় ২৩ মার্চ ২০২৫ এর পরিবর্তে আগামী ২৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো।
২। এমতাবস্থায়, আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্সের জন্য ইতঃপূর্বে তালিকাভূক্ত যেসকল শিক্ষক এখনও কোর্সটি সম্পন্ন করতে পারেননি সেসকল শিক্ষককে সংযুক্ত নির্দেশনা মোতাবেক আগামী ২৩ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে কোর্সটি সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করার নির্দেশনা (সংশোধিত)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd

IPEMIS এর LMS এ আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করার নির্দেশনা (সংশোষীত)।

১. Google Chrome ব্রাউজার ওপেন করে এর ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করুন। ওয়েবসাইটের হোম পেজটির ডানদিকে উপরে সাইন ইন এ ক্লিক করুন। এবার ইমেইল/মোবাইল নম্বর এর স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে প্রদর্শিত সাইন ইন এ ক্লিক করুন।
অথবা
Google Chrome ব্রাউজার ওপেন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোম পেজের ডান দিকে উপরে IPEMIS System (Live Server) অপশনে ক্লিক করুন। এবার ইমেইল/মোবাইল নম্বর এর স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে প্রদর্শিত সাইন ইন এ ক্লিক করুন।
২. বাম পাশে মেনু হতে 'আমার প্রশিক্ষণসমূহ' এ ক্লিক করুন। "আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে ২০২৪-২৫"-এ ক্লিক করুন। এবার LMS এ প্রবেশ করুন এবং বাম পাশে সূচনা পাতায় Promo ভিডিও দেখুন।
৩. পেজের বাম পাশের কলামে কোর্সের আউটলাইন দেখা যাবে। সেখানে মডিউল ১ থেকে সাব-মডিউল ১.১-এ প্রদত্ত ভিডিও কন্টেন্ট মনোযোগ সহকারে দেখুন।
৪. দেখা শেষ হলে নিচে রিডিং ম্যাটেরিয়াল পড়া সম্পন্ন করে পর্যায়ক্রমে অন্যান্য সাব-মডিউলগুলো শেষ করুন।
৫. ভিডিও দেখার সময় অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে অনুশীলন করতে বলা হয়েছে, সেখানে বিরতি দিয়ে (Pause) অনুশীলন করুন। তাহলেই আপনি সহজেই দক্ষ হতে পারবেন।
৬. শেখার সুবিধার্থে ফ্লু-চার্ট দেয়া হয়েছে। এগুলো দেখুন এবং সেই অনুযায়ী অনুশীলন করুন।
৭. সবকিছু শেষ করার পর সাব-মডিউলের টাইটেলের নিচের বক্সে টিকচিহ্নে ক্লিক করে সাব-মডিউলটি complete করুন। চলমান সাব-মডিউলটি complete না করা হলে পরবর্তী সাব-মডিউলে যেতে পারবেন না।
৮. সকল মডিউল শেষ করার পর মুল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ায় ৩ বার attempts নেয়ার সুযোগ থাকবে। ৬০% সঠিক উত্তর প্রদানের মাধ্যমে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন। তবে ৩ বার attempts নেয়ার পর অনুত্তীর্ণ হলে সেই মডিউলের প্রথম থেকে পুনরায় শুরু করতে হবে। মূল্যায়নে উত্তীর্ণ না হলে পরবর্তী মডিউলে প্রবেশ করতে পারবেন না।
৯. ভিডিও দেখে, রিডিং ম্যাটেরিয়াল পড়ে ও অনুশীলন করে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার পর অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলো কোর্স করার সময় নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
১০. প্রত্যেকটি মডিউল শেষে মূল্যায়নে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। এভাবে সবগুলো মডিউল শেষে একটি চুড়ান্ত মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। অ্যাসাইনমেন্ট আপলোড করে এবং সকল মূল্যায়নে উত্তীর্ণ হয়েই সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে Face-to-Face প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ হবে।

স্বাক্ষরিত

মোঃ আব্দুল আলীম

উপ-পরিচালক (চলতি দায়িত্ব) প্রশিক্ষণ বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.