নিয়োগের সময় অন্য উপজেলায় পদায়নকৃত শিক্ষক তাঁর নিজ উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃ উপজেলা/জেলা বদলির জন্য আবেদন প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
নিয়োগের সময় অন্য উপজেলায় পদায়নকৃত শিক্ষক তাঁর নিজ উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃ উপজেলা/জেলা বদলির জন্য আবেদন প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (০৬.০২.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০১০.২৪-২৩৮ (৬১)
তারিখ: ২৩ মাঘ ১৪৩১
০৬ ফেব্রুয়ারি ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সময় নিজ উপজেলায় পদ শূন্য না থাকায় যে সকল শিক্ষকগণকে নিজ উপজেলার বাহিরে পদায়ন করা হয়েছিল তাদের অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা/জেলা বদলির ক্ষেত্রে নীতিমালার অনুচ্ছেদ ৩.৬ অনুযায়ী নিজ উপজেলায় বদলির জন্য আবেদন প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩ এর অনুচ্ছেদ ৩.৬ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা/থানায় শূন্য পদ না থাকায় অন্য উপজেলা/থানায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন এরুপ শিক্ষকগণ নিজ উপজেলা/থানায় বদলির জন্য অগ্রাধিকার পাবেন মর্মে উল্লেখ রয়েছে।
২। বর্ণিতাবস্থায় তার জেলাধীন এরুপ শিক্ষকগণের মধ্যে যারা তাদের নিজ উপজেলা/থানায় বদলি হতে ইচ্ছুক তাদের আবেদন, নিয়োগপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (শিক্ষকের কর্মরত জেলার ডিপিইওগণ) আগামী ১২/০২/২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে মোতাবেক (NikoshBAN ফন্টে টাইপকৃত পিডিএফ ও ওয়ার্ড কপি) অত্র দপ্তরে ইমেইল যোগে (dpeadbidda@gmail.com) প্রেরণের জন্য তাঁকে অনুরোধ করা হলো। উল্লেখ্য পরবর্তীতে এ বিষয়ে কোন আবেদন বিবেচনা করা হবে না।
৩। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ রাইহল করিম
সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)
No comments
Your opinion here...