১,০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপনের লক্ষে প্রত্যেক থানা/ উপজেলা হতে ২টি করে বিদ্যালয় মনোনয়ন প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
১,০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপনের লক্ষে প্রত্যেক থানা/ উপজেলা হতে ২টি করে বিদ্যালয় মনোনয়ন প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (১৬.০২.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৯০০.২৬.০০১.২৫.১১
তারিখ:৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: ১০০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপনের লক্ষে প্রত্যেক থানা/উপজেলা হতে ২টি করে বিদ্যালয় মনোনয়ন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশনা মোতাবেক ১০০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপন করার উদ্দেশ্যে একটি প্রকল্প গ্রহণ করা হবে। তৎপ্রেক্ষিতে প্রতিটি থানা/উপজেলা হতে ২টি করে বিদ্যালয় নির্বাচন করার প্রয়োজনীতা রয়েছে। যে সকল বিদ্যালয়ের অবকাঠামো ভালো, ছাত্র/ছাত্রীর সংখ্যা বেশী, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক, বিদ্যুৎ সংযোগসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আইসিটি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Establishing Digital Connectivity (EDC) নামক প্রকল্পের আওতায় Optical Fiber এর মাধ্যমে Internet সংযোগ প্রদান করা হয়েছে, এমন বিদ্যালয় নির্বিাচন করতে হবে। ২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তাঁর আওতাধীন থানা/উপজেলার বিদ্যালয়ের নামসমূহ নিম্নোক্ত ছক (Excel
File) অনুযায়ী (imdmcell@gmail.com) ইমেইলে আগামী ২ কর্মদীবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
No comments
Your opinion here...