মহামান্য আপীল বিভাগে দায়েরকৃত সিভিল আপীল সরকার পক্ষে পরিচালনার জন্য রিট পিটিশনকারী শিক্ষকগণের তথ্যাদি প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
মহামান্য আপীল বিভাগে দায়েরকৃত সিভিল আপীল সরকার পক্ষে পরিচালনার জন্য রিট পিটিশনকারী শিক্ষকগণের তথ্যাদি প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (১৯.০২.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তারিখঃ ০-৬ ফাল্গুন ১৪৩১ ১৯ ফেব্রুয়ারি ২০২৫
স্মারক নং-৩৮,১১৪.০০৪.০৮.০১.৪৭৪.২০১৭-১৬০/৬৪
বিষয়ঃ মহামান্য আপীল বিভাগে দায়েরকৃত সিভিল আপীল নং ৭৩/২০২৩ (রিট পিটিশন নং ১৪৩৪৪/২০১৭ ও লীভ টু আপীল নং ৭১/২০২০ হতে উদ্ধৃত) সরকার পক্ষে পরিচালনার জন্য রিট পিটিশনকারী শিক্ষকগণের তথ্যাদি বর্ণিত ছক মোতাবেক প্রেরণ সংক্রান্ত।
১। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০,০০০০,০৩১.০৪.০০৪.১৮-৫৬; তারিখ: ১৭.০২.২০২৫ খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনাব মো: শাহ জামাল সরদার, নামাভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নব জাতীয়করণকৃত), নওগাঁ সদর, নওগাঁ গং তাদের ৫০% চাকুরীকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়নপূর্বক জ্যেষ্ঠতা প্রদান, প্রধান শিক্ষক হিসেবে ছেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদানের দাবীতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ১৪৩৪৪/২০১৭ দায়ের করেন।
২। উক্ত রিট মামলার রায় সরকারে বিপক্ষে হওয়ায় রায়ের বিরুদ্ধে সরকার পক্ষে সিপিএলএ নং ৭১/২০২০ ও শিক্ষক নেতৃবৃন্দ কর্তৃক সিপিএলএ নং ১২৭১/২০২০ ও ১৩২৬/২০২০ দায়ের করা হয়। উক্ত সিভিল পিটিশন ফর লীভ টু আপীল গ্রান্ট হয়ে সিভিল আপীল নং ৭৩/২০২৩ হয়েছে যা বর্তমানে মাননীয় আপীল বিভাগে শুনানীর অপেক্ষায় রয়েছে।
৩। আগামী ৫ মার্চ ২০২৫ তারিখে সিভিল আপীল নং ৭৩/২০২৩ মামলাটি শুনানীর লক্ষ্যে তারিখ নির্ধারণ করা আছে। এ লক্ষ্যে উক্ত আপীল মামলাটি সরকার পক্ষে যথাযথ প্রতিদ্ধন্ধিতা নিশ্চিতকল্পে রিট মামলাসমূহের পিটিশনার/লীভরেসপনডেন্টগণের Present Status/Position সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি জরুরি ভিত্তিতে বিজ্ঞ প্যানেল আইনজীবী-
কে সরবরাহ করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
৪। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের প্রধান শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে প্রণীত সমন্বিত গ্রেডেশন তালিকার বিষয়ে স্থগিতাদেশ থাকায় সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে প্রায় ৩২০০০ (বত্রিশ হাজার) শুন্যপদে পদোন্নতি প্রদান করা সম্ভব হচ্ছে না।
৫। মন্ত্রণালয়ের নির্দেশনা মতে ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিজ্ঞ প্যানেল আইজীবী-কে বর্ণিত ছক অনুযায়ী তথ্যাদি সরবরাহ করা প্রয়োজন।
No comments
Your opinion here...