সরকারি কর্মচারী কর্তৃক দ্বৈত নাগরিকত্ব/পাসপোর্ট গ্রহণের তথ্য প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
Views
সরকারি কর্মচারী কর্তৃক দ্বৈত নাগরিকত্ব/পাসপোর্ট গ্রহণের তথ্য প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (১৬.০২.২৫)।
👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষকের দ্বৈত নাগরিকত্ব/দ্বৈত পাসপোর্ট থাকলে তার তথ্য আগামী ৩দিনের মধ্যে দিতে হবে। ১৬/০২/২০২৫খ্রি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৩০১
তারিখ:৩ মাঘ ১৪৩১
১৬ ফেব্রুয়ারি ২০২৫বিষয়: সরকারি কর্মচারী কর্তৃক দ্বৈত নাগরিকত্ব/পাসপোর্ট গ্রহণের তথ্য প্রেরণ।
সূত্র:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ৩৮.০০,০০০০,০০২,৯৯,০০৩.২০-১৯৫ নম্বর স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে তাঁর এবং দপ্তরাধীন দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা পাবলিক সার্ভেন্টগণের চাহিত তথ্য আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী না থাকলে নীল রিপোর্ট প্রেরণের জন্যও অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক।
No comments
Your opinion here...