২০২৫ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি (৪+বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।
২০২৫ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি (৪+বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা। (০৫/০২/২০২৫)
স্মারক নং- ৩৮.০১.০০০০.৩৪৬.৯৯.০১৩.২০২০-১৩
তারিখঃ ২২ মাঘ ১৪৩১
৫ ফেব্রুয়ারি ২০২৫.
বিষয়: ২০২৫ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি (৪+ বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন নির্দেশনা।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে দেশের ৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষ হতে ২বছর মেয়াদি ৪+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০২৫ সালে আরও ৫০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২বছর মেয়াদি ৪+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এমতাবস্থায় নিম্নলিখিত নির্দেশনা অনুযায়ী নির্বাচিত অতিরিক্ত ৫০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২বছর মেয়াদি ৪+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিচালনা নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হলো। ১. প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচির মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনার জন্য পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যায় এমন একটি শ্রেণিকক্ষ নির্বাচন করতে হবে। ৪+ বয়সি শিশুদের জন্য ২ঘণ্টা শ্রেণি কার্যক্রম পরিচালনার পরে ৫+ বয়সি শিশুদের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। ২. প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করবেন। ২বছর মেয়াদি (৪+ ও ৫+) প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনার পর উক্ত শিক্ষককে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের সাথে সামঞ্জস্যপূর্ণ ও যৌক্তিকতা বিবেচনাপূর্বক অন্য শ্রেণিতে পাঠদান/ বিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্ব অর্পণ করা যাবে। উক্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করে বছরের প্রারম্ভেই শিক্ষকদের জন্য রুটিন প্রণয়ন করতে হবে। ৩. ৪+ বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণি ৩০জন শিশু এবং ৫+ বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণি ৩০জন শিশু নিয়ে পরিচালিত হবে। তবে ভর্তিকৃত শিশুর সংখ্যা তার অধিক হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে (একাধিক শাখা খুলে) তাদের প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। একাধিক শাখা বা ব্যাচ খোলা কোনোভাবেই সম্ভব না হলে উপযোগী নমনীয় কৌশল অবলম্বনের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে।
৪. প্রাক-প্রাথমিক ৪+ ও ৫+ বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য পৃথক হাজিরাখাতা ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। ৪+ বয়সি শিশুদের জন্য শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আঁকিবুকি খাতা এবং একটি করে শিক্ষক সহায়িকাসহ অন্যান্য উপকরণ নির্বাচিত প্রতিটি বিদ্যালয়ে প্রেরণ করা হবে। ৫. প্রাক-প্রাথমিক ৪+ বয়সি প্রতিটি শিক্ষার্থী একটি করে আঁকিবুকি খাতা ব্যবহার করবে এবং অন্যান্য সামগ্রী শিক্ষক সহায়িকায় বর্ণিত নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবেন। এছাড়া ৫+ বয়সি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান নীতিমালা বহাল থাকবে। শিক্ষক সহায়িকার নির্দেশনা মোতাবেক শিখন সামগ্রী/ উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
৬. একই সময়ে, একই শ্রেণিকক্ষে প্রাক-প্রাথমিক ৪+ এবং ৫+ বয়সি শিশুদের শ্রেণিকার্যক্রম পরিচালনা করা যাবে না বা উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের সাথে বসানো যাবে না। খোলা জায়গায়, বারান্দা বা গাছতলায় বসিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে যদি একাধিক শ্রেণিকক্ষ ও একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক থাকে তাহলে আলাদা, শ্রেণিকক্ষে একই সময়ে কার্যক্রম পরিচালনা করা যাবে। ৭. ২ বছর মেয়াদি (৪+ বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম ও শিক্ষক সহায়িকায় প্রাক-প্রাথমিক শিক্ষার শ্রেণিকক্ষে সম্পাদনে বিবিধ কাজ, ব্যায়াম ও খেলাধুলার সংস্থান রয়েছে। তাই মাদুর/ ম্যাট বিছিয়ে ক্লাস পরিচালনা করতে হবে। বেঞ্চসমৃদ্ধ শ্রেণিকক্ষই একমাত্র সম্ভাব্য জায়গা হয় সেক্ষেত্রে বেঞ্চ এক পাশে সরিয়ে শিশুদের বসার ব্যবস্থা করতে হবে এবং খেলা, ব্যয়াম ও কাজ পরিচালনার সময় শিশুদের ক্লাসের বাইরে উপযুক্ত খোলা জায়গায় নিয়ে আসতে হবে। কোনোভাবেই বেঞ্চে বসিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করা যাবে না। ৮. প্রতিমাসে সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার কর্তৃক ১ বার এবং প্রধান শিক্ষক কর্তৃক সপ্তাহে কমপক্ষে ২ বার সুপারভিশন করে প্রতিবেদন সংরক্ষণ এবং ফলো-আপ পরিকল্পনা করবেন। ৯. প্রাক-প্রাথমিক শ্রেণি সজ্জিতকরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত "শ্রেণিকক্ষ ও উপকরণ বিন্যাস, সজ্জা ও ব্যবস্থাপনা নির্দেশিকা' অনুসরণ করে শ্রেণিকক্ষটি সজ্জিত করতে হবে। ১০. শিক্ষক নিয়মিত অভিভাভক সভা আয়োজন করবেন এবং নির্দেশনা মোতাবেক অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ১১. ইতোমধ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রাক-প্রাথমিক শিক্ষা মনিটরিং ও সুপারভিশন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত পরিদর্শনের সময় ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করবেন। পরিদর্শনকালে প্রশিক্ষণে বর্ণিত প্রাক-প্রাথমিক শিক্ষার মানদণ্ডসমূহ অনুসরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরির্দশন প্রতিবেদন প্রেরণ এবং সংরক্ষণ নিশ্চিত করবেন। ১২. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে এক বা একাধিক বেসরকারি সংস্থা প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করলে তা সম্মিলিতভাবে সমন্বয় করতে হবে।
১৩. প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের মূল্যায়নের জন্য কোনোভাবেই কোনো পরীক্ষা আয়োজন করা যাবে না। শুধু শিক্ষক সহায়িকায় নির্দেশিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষক সহায়িকায় বর্ণিত নির্দেশনার বাইরে কোনো শিশুকে বাড়ির কাজ দেওয়া যাবে না। ১৪. প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক সহায়িকায় বর্ণিত রুটিন এবং বাৎসরিক পরিকল্পনা অনুসরণ করে শিক্ষকের প্রস্তুতি এবং শ্রেণি পরিচালনা নিশ্চিত করতে হবে। ১৫. ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনার জন্য নির্বাচিত বিদ্যালয়ে আবশ্যিকভাবে ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। ২বছর মেয়াদি (৪+ বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষা পিহিডিপি ৪ এর একটি ডিএলআই এবং APA অন্তর্ভুক্ত কার্যক্রম বিধায় নির্বাচিত ৫০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম নিশ্চিত করতে হবে।
১৬. প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য বিদ্যালয়ের প্রতি শিশুর ভালবাসা স্থাপনে সাহায্য করা যেন বিদ্যালয়ে আগমনে শিশু স্বতঃস্ফূর্ত ও আগ্রহী হয়ে উঠে। এ কারণে খেলাধুলার মাধ্যমে আনন্দদায়ক পরিবেশে শিশুর শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা জরুরি। ১৭. এই নির্দেশনাপত্রটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষকসহ সকল শিক্ষককে অবহিতকরণ অত্যাবশ্যক। নির্দেশনাসমূহ প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় ইউইও, এইউইওগণ পর্যালোচনাপূর্বক এর কপি প্রধান শিক্ষককে বিতরণ করবেন। সেইসাথে বিদ্যালয়ে একটি বিশেষ সভায় সকল শিক্ষককে নির্দেশনাসমূহ অবহিত করতে প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করবেন। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
ড. মো: আতাউল গনি পরিচালক (অর্থ) অতিরিক্ত দায়িত্ব পলিসি এন্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%85%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A5%A4.jpg)
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A5%A4.jpg)
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A5%A4%202.jpg)
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A5%A4%203.jpg)

No comments
Your opinion here...