প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত সময়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত সময়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।(২২/০১/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৬০০.২৫.১০০.২৪. ৯৬
তারিখ ০৮ মাঘ ১৪৩১
২২ জানুয়ারি ২০২৫
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত সময়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্নকরণ।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের ২২ জানুয়ারি ২০২৫ তারিখের ৩৮.০১.০০০০.৬০০.২৫.১০০.২৪.৯৩ নম্বর স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর যাবতীয় কার্যক্রম ৩০ জুন ২০২৫ সময়ে সমাপ্ত হবে এবং মার্চ ২০২৫ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বিধায় জরুরিভিত্তিতে চলমান প্রান্তিকের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সমাপ্ত ও পরবর্তী প্রান্তিকের লিফলেট প্রণয়নসহ অন্যান্য কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এতদ্ব্যতীত পিইডিপি৪ এর চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের ৩য় কিস্তির অর্থ ছাড়করণের বাধ্যবাধকতা রয়েছে।
২। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে যে সকল উপজেলা/থানায় ২য় প্রান্তিকের সাব-ক্লাস্টার প্রশিক্ষণ শুরু হয়নি সে সকল উপজেলা/থানায় ২৪/০১/২০২৫ তারিখ হতে প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ ইমামুল ইসলাম
পরিচালক (প্রশিক্ষণ)
No comments
Your opinion here...