উপজেলা কাউন্সিল আয়োজন বিষয়ে বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সিদ্ধান্ত অবহিতকরণ সম্পর্কীয়।
উপজেলা কাউন্সিল আয়োজন বিষয়ে বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সিদ্ধান্ত অবহিতকরণ সম্পর্কীয়।
👉রাজনৈতিক দলের পদধারী কোনো ব্যক্তি উপজেলা ও জেলা স্কাউটস এর কাউন্সিলর হতে পারবেন না এবং নির্বাহী কমিটির সদস্যও হতে পারবেন না। ০৭/০১/২০২৫
বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর
৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০
ইমেইল: org@scouts.gov.bd
পত্র নং-বা. স্কা. (সংগঠন)/১২১৫ (৮০০)/২০২৫
তারিখ: ২৩ পৌষ ১৪৩১ ০৭ জানুয়ারি ২০২৫
সদস্য সচিব
আঞ্চলিক স্কাউটস এডহক কমিটি
বাংলাদেশ স্কাউটস, (সকল) অঞ্চল।
বিষয়: উপজেলা কাউন্সিল আয়োজন বিষয়ে বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সিদ্ধান্ত অবহিতকরণ সম্পর্কীয়।
জনাব,
উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জানাচ্ছি যে, উপজেলা পর্যায়ে কাউন্সিল সভা আয়োজন বিষয়ে বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির ৩য় সভায় আলোচনা হয় এবং 'গঠন ও নিয়ম' এর ১৯৩ (খ) ধারা (সংযুক্ত) অনুসারে কাউন্সিল সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা কাউন্সিল আয়োজনে নিম্নরূপ নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়:
১) এডহক কমিটির কোনো সদস্য নিজ স্তরের নির্বাচনী কোনো পদে অংশগ্রহণ করতে পারবেন না;
২) যে সকল কর্মকর্তা ইতোমধ্যে ০২ (দুই) টার্ম (৬ বছর) কোনো পদে নির্বাচিত/সুপারিশকৃত/মনোনীত হয়েছেন তাঁরা সংশ্লিষ্ট স্তরের উক্ত পদে নির্বাচন/সুপারিশ/মনোনয়নের জন্য যোগ্য হবেন না;
৩) যে সকল ইউনিটের চার্টার আছে তারাই কাউন্সিলর হিসেবে মনোনীত হবেন;
8) ইউনিটের নবায়ন ও বিশ্ব স্কাউট ফি পরিশোধ করে বিধি মোতাবেক কাউন্সিলর হতে হবে;
৫) ইয়ুথ লিডারদের নির্বাচন ও মনোনয়নের জন্য বিবেচনা করা যায়;
৬) রাজনৈতিক দলের পদধারী কোনো ব্যক্তি উপজেলা কাউন্সিলে নির্বাচন করতে পারবে না;
৭) দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি উপজেলা কাউন্সিলে নির্বাচন করতে পারবে না;
৮) উপজেলা স্কাউটস এডহক কমিটির মেয়াদ ১৫ দিন বর্ধিত করে ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়।
এ নীতিমালা/নির্দেশনা অবিলম্বে কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাই।
সংযুক্তি: বর্ণনামতে।
(উনু চিং)
নির্বাহী পরিচালক
(অতিরিক্ত দায়িত্ব)
বাংলাদেশ স্কাউটস
No comments
Your opinion here...