USAID এর অর্থায়নে এসো শিখি’র চলমান কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিতকরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
USAID এর অর্থায়নে এসো শিখি’র চলমান কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিতকরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (২৬/০১/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.৬০০.২৫.০১২.২৪-১০৫
তারিখ: ১২ মাঘ ১৪৩১ ২
৬ জানুয়ারি, ২০২৫
বিষয়: USAID'র অর্থায়নে এসো শিখি-এর আওতায় চলমান সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিতকরণ সংক্রান্ত।
সূত্রঃ WI/ESA/01/2025/310 :Date 26 January 2025
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপেক্ষিতে জানানো যাচ্ছে যে, USAID'র অর্থায়নে এসো শিখি-এর আওতায় চলমান সকল কার্যক্রম ২৬ জানুয়ারি ২০২৫ হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ আব্দুল আলীম
উপপরিচালক (প্রশিক্ষণ)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...