প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (BTPT) পরিমার্জন ও অনুমোদন প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (BTPT) পরিমার্জন ও অনুমোদন প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (৩১.১২.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং-৩৮.০০৮,০৩২,০০,০০,০০৭.২০১২-৬৮৮
বিষয়ঃ প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) পরিমার্জন ও অনুমোদন।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর স্মারক নং-৩৮.০১.০০০০,৬০০.২৫.০০৬.২৪.৯৪৬, তারিখ-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.।
তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪
১৬পৌষ ১৪৩১
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক আলোচ্য বিষয় প্রশিক্ষণ (বিটিপিটি) পরিমার্জন ও অনুমোদনের প্রস্তাব নিম্নবর্ণিতভাবে নির্দেশক্রমে অনুমোদন করা হলো:
০২। উল্লেখ্য যে, শুধুমাত্র আবাসিক ব্যবস্থার কাংখিত উন্নতি না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ বিদ্যালয়ের ৩ মাস সময়সীমাকে "আবাসিক অবস্থান" এর বাধ্যবাধকতা থেকে বাদ দেয়া; এবং কোন দৈব দুর্বিপাক অথবা কোন অংশগ্রহণকারীর গুরুতর শারীরিক অসুস্থতাজনিত কারণে ০১ (এক) মাস বর্ধিত সময়সীমার মধ্যে কোর্স সম্পন্ন করা যাবে।স্বাক্ষরিত
(রেবেকা সুলতানা)
উপসচিব
No comments
Your opinion here...