ad

প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (BTPT) পরিমার্জন ও অনুমোদন প্রসঙ্গে প্রাগম এর চিঠি।

Views

 


প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (BTPT) পরিমার্জন ও অনুমোদন প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (৩১.১২.২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

স্মারক নং-৩৮.০০৮,০৩২,০০,০০,০০৭.২০১২-৬৮৮

বিষয়ঃ প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) পরিমার্জন ও অনুমোদন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর স্মারক নং-৩৮.০১.০০০০,৬০০.২৫.০০৬.২৪.৯৪৬, তারিখ-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.।

তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪

১৬পৌষ ১৪৩১

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক আলোচ্য বিষয় প্রশিক্ষণ (বিটিপিটি) পরিমার্জন ও অনুমোদনের প্রস্তাব নিম্নবর্ণিতভাবে নির্দেশক্রমে অনুমোদন করা হলো:

০২। উল্লেখ্য যে, শুধুমাত্র আবাসিক ব্যবস্থার কাংখিত উন্নতি না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ বিদ্যালয়ের ৩ মাস সময়সীমাকে "আবাসিক অবস্থান" এর বাধ্যবাধকতা থেকে বাদ দেয়া; এবং কোন দৈব দুর্বিপাক অথবা কোন অংশগ্রহণকারীর গুরুতর শারীরিক অসুস্থতাজনিত কারণে ০১ (এক) মাস বর্ধিত সময়সীমার মধ্যে কোর্স সম্পন্ন করা যাবে। 

 স্বাক্ষরিত 

(রেবেকা সুলতানা) 

উপসচিব



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.