ad

২০২৪-২০২৫ অর্থ বছরে জিপিএফ ও সিপিএফ এর জমা স্থিতি ও মাসিক কর্তনের উপর স্লাবভিত্তিক মুনাফার হার নির্ধারণ সংক্রান্ত অর্থ বিভাগের প্রজ্ঞাপন।

Views


সরকারি কর্মচারীদের জিপিএফ ও সিপিএফে মুনাফার হার নির্ধারণ

২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১৩% পর্যন্ত মুনাফা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ)-এর মুনাফার হার নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগ থেকে সোমবার (২৯ জানুয়ারি ২০২৫) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The General Provident Fund Rules, 1979 এর Rule 12(1) এবং The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 12 অনুযায়ী সরকারি কর্মচারীদের জিপিএফ ও সিপিএফে ধাপভিত্তিক মুনাফার হার নিম্নরূপ হবে—

জিপিএফের (সাধারণ ভবিষ্য তহবিল) মুনাফার হার

১) প্রারম্ভিক স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত

  1. মুনাফার হার: ১৩% (প্রারম্ভিক স্থিতি ও জমাকৃত চাঁদা উভয়ের জন্য প্রযোজ্য)

২) প্রারম্ভিক স্থিতি ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত

  1. মুনাফার হার: ১২% (প্রারম্ভিক স্থিতি ও জমাকৃত চাঁদা উভয়ের জন্য প্রযোজ্য)

৩) প্রারম্ভিক স্থিতি ৩০ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব

  1. মুনাফার হার: ১১% (প্রারম্ভিক স্থিতি ও জমাকৃত চাঁদা উভয়ের জন্য প্রযোজ্য)

সিপিএফের (প্রদেয় ভবিষ্য তহবিল) মুনাফার হার

সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠান যেমন—স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে, তারা সরকারের ঘোষিত জিপিএফের ধাপভিত্তিক সর্বোচ্চ হারকে সীমা হিসেবে ধরে নিতে হবে।

অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে সক্ষম হলে ১৩% পর্যন্ত মুনাফা দিতে পারবে, তবে তার বেশি নয়।

নির্দেশনা জারি

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়ম।

এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চিত জিপিএফ ও সিপিএফ থেকে নির্দিষ্ট হারে মুনাফা পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ অধিশাখা
www.mof.gov.bd

নম্বর: ০৭,০০,০০০০.১৭১.১৩.০০৪.২৩-৩৩

প্রজ্ঞাপন

তারিখ: ১৫ মাঘ ১৪৩১

২৯ জানুয়ারি ২০২৫

The General Provident Fund Rules, 1979 এর Rule 12(1) এবং The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 12 এর বিধান অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর জন্য ২০২৪-২০২৫ অর্থবছরের মুনাফা হার (Rate of Profit) স্নাবভিত্তিক নিম্নরূপভাবে নির্ধারণ করা হলোঃ

১) ২০২৪-২০২৫ অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির পরিমাণঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্ত ২) ২০২৪-২০২৫ অর্থবছরের প্রারম্ভিক স্থিতির উপর মুনাফার হারঃ ১৩% ৩) ২০২৪-২০২৫ অর্থবছরে জমাকৃত চাঁদার উপর ১নং কলামে বর্ণিত স্থিতির ভিত্তিতে মুনাফা হারঃ ১৩%

১) ২০২৪-২০২৫ অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির পরিমাণঃ ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত

২) ২০২৪-২০২৫ অর্থবছরের প্রারম্ভিক স্থিতির উপর মুনাফার হারঃ ১২%

৩) ২০২৪-২০২৫ অর্থবছরে জমাকৃত চাঁদার উপর ১নং কলামে বর্ণিত স্থিতির ভিত্তিতে মুনাফা হারঃ ১২%

১) ২০২৪-২০২৫ অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির পরিমাণঃ ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

২) ২০২৪-২০২৫ অর্থবছরের প্রারম্ভিক স্থিতির উপর মুনাফার হারঃ ১১%

৩) ২০২৪-২০২৫ অর্থবছরে জমাকৃত চাঁদার উপর ১নং কলামে বর্ণিত স্থিতির ভিত্তিতে মুনাফা হারঃ ১১%

০২। সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের (স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি) আর্থিক সংগতি একরকম না হওয়ায় সংস্থাসমূহের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃক তাদের কর্মচারীগণের জন্য জিপিএফ এর স্নাবভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

স্বাক্ষরিত (মিতু মরিয়ম) উপসচিব



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.