জন্ম নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেল এর পত্র।
জন্ম নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেল এর পত্র। (১৯/০১/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ
পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০
স্মারক নং-৪৬,০৪,০০০০,০০০,১০১,২৮,০০১.১৯.৬১
তারিখ: ০৫ মাঘ ১৪৩১ ১৯ জানুয়ারি ২০২৫
বিষয়: জন্ম নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত।
সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের ১২/০১/২০২৫ তারিখের ১৭,০০,০০০০.০২৬,৩২,০০১.২৫-১৯ নং স্মারক।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে সূত্রস্থ স্মারকে জানানো হয়েছে যে, আগামী ২০ জানুয়ারি ২০২৫ থেকে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ভোটারযোগ্য ব্যক্তির তথ্য সংগ্রহ, যাচাই ও নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। উক্ত সময়ে জন্ম নিবন্ধন সনদ প্রদানের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় অনুরোধ জানিয়েছে।
০২। এমতাবস্থায়, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সকল নিবন্ধক (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন) ও সংশোধন অনুমোদন কর্তৃপক্ষকে (উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক) জন্ম নিবন্ধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
মোঃ যাহিদ হোসেন ১/০১/২৫
রেজিস্ট্রার জেনারেল
(অতিরিক্ত সচিব) জন্ম ও মৃত্যু নিবন্ধন
No comments
Your opinion here...