সকল প্রশিক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
সকল প্রশিক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (২২/০১/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৬০০,২৫.১০০,২৪.৯৩
তারিখ ০৮ মাঘ ১৪৩১
২২ জানুয়ারি ২০২৫
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত সময়ে প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণসহ সকল প্রশিক্ষণ সম্পন্নকরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সকল উপজেলা/থানায় চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণসহ প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে নির্দেশনা প্রদানসহ ভার্চুয়াল সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনের জন্য লিডারশিপ প্রশিক্ষণ অথবা লিডারশিপ প্রশিক্ষণের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অর্থাৎ একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য অন্যটি স্থানীয়ভাবে স্থগিত রাখা হচ্ছে মর্মে পরিলক্ষিত হচ্ছে।
২। পিইডিপি৪ এর যাবতীয় কার্যক্রম ৩০ জুন ২০২৫ সময়ে সমাপ্ত হবে বিধায় উপরোল্লিখিত চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ (মার্চ ও জুন ২০২৫ এর ২টি প্রান্তিক), প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণসহ মাঠপর্যায়ে চলমান প্রশিক্ষণসমূহ যথাসময়ে সম্পন্ন করার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে প্রশিক্ষণসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনও অন্তর্ভুক্ত করা যাবে।
৩। এমতাবস্থায়, প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণসহ সকল প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ হতে ইতোপূর্বে প্রেরিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন অন্তর্ভুক্তপূর্বক প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ ইনামুল ইসলাম
পরিচালক (প্রশিক্ষণ)
No comments
Your opinion here...