দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)” শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়নের কার্যক্রম পরিচালনার জন্য আইএমইডি কর্তৃক নিয়োগকৃত প্রতিষ্ঠান, ‘House of Consultants Ltd (HCL)’ কে সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)” শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়নের কার্যক্রম পরিচালনার জন্য আইএমইডি কর্তৃক নিয়োগকৃত প্রতিষ্ঠান, ‘House of Consultants Ltd (HCL)’ কে সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১২/১২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক সংখ্যা: ৩৮.০১.০০০০.৭০০.১৪.০০২.২৩.৬০৫/90
তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪৩১
১২ ডিসেম্বর ২০২৪
বিষয়: "দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)" শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়নের কার্যক্রম পরিচালনার জন্য আইএমইডি কর্তৃক নিয়োগকৃত প্রতিষ্ঠান, 'House of Consultants Ltd (HCL)' কে সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে।
সূত্র: পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন সেক্টর-৬ এর দপ্তর স্মারক নং: ২১,০০,০০০০১৫৪.৭১.০০১.২৪-১৮; তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)" শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়নের কার্যক্রম পরিচালনার জন্য আইএমইডি কর্তৃক নিয়োগকৃত প্রতিষ্ঠান, 'House of Consultants Ltd (HCL)' মাঠ পর্যায়ে সংযুক্ত তালিকায় উল্লেখিত উপজেলাসমূহে "দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)" এর আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করবে। উল্লেখ্য যে, "দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি (৩য় সংশোধিত)" এর মেয়াদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হয় এবং একই বছর অক্টোবর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পিসিআর পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। তারই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ণ ও মূল্যায়ন সেক্টর-৬ কর্তৃক কর্মসূচির আওতায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করে প্রতিবেদন প্রদানের জন্য 'House of Consultants Ltd (HCL)'-কে দায়িত্ব দেয়া হয় (কপি সংযুক্ত)।
২। এমতাবস্থায়, উক্ত প্রতিষ্ঠানের পরিদর্শন ও মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাগণকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
সংযুক্ত। বর্ণনানুগ- ৪ পাতা।
স্বাক্ষরিত
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
No comments
Your opinion here...