সহকারী শিক্ষকগণের অফলাইনে বদলি/প্রশাসনিক বদলি/সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
সহকারী শিক্ষকগণের অফলাইনে বদলি/প্রশাসনিক বদলি/সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (২৬.১২.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং-৩৮.০0,00,0000,00৮ ১৯,০১০,১৬-৬৮১
তারিখ: ১১ পৌষ ১৪৩১
২৬ ডিসেম্বর ২০২৪
বিষয়ঃ সহকারী শিক্ষকগণের অফলাইনে বদলি/প্রশাসনিক বদলি/সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা।
উপযুক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩ এর অনুচ্ছেদ ১.০ এর উপানুচ্ছেদ ১.১ অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি ০১.০১.২০২৫ হতে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবল অন্তঃউপজেলা/অন্ত:থানা বদলি কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালেয়ের স্মারক নং-৬৪৩, তারিখ-১০.১২.২০২৪ এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
০২। এমতাবস্থায়, বর্ণিত কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন। প্রশাসনিক বদলি/সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(রেবেকা সুলতানা)
উপসচিব
No comments
Your opinion here...