সংশোধিত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪।
Views
সংশোধিত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪।
👉৩য় ও ৪র্থ ইংরেজি প্রশ্ন কাঠামোর নম্বর বন্টনে ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় সংশোধিত নির্দেশিকা দেয়া হয়েছে। (১৪/১১/২০২৪)
একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
নং-৩৮.০০,০০০০,০০৭.০৭.৪১.২০২৪-২৪২
তারিখ: ২৯ কার্তিক ১৪৩১ তারিখ ১৪ নভেম্বর ২০২৪
বিষয়: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪ অনুমোদন।
সুত্রঃ এনসিটিবি এর স্মারক নং: ৩৭,০৬,০০০০,৬০১,৩৩,০৩৬,২৩/২৫৯জি; তারিখ: ০৭/১১/২০২৪ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক স্তরের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪ পরিমার্জনপূর্বক ইতোপূর্বে সূদ্রোহ স্মারক মারফত প্রেরণ করা হয়েছে। নির্দেশিকার সহিত সংযুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির ইংরেজি প্রশ্ন কাঠামোর নম্বর বন্টনে ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধনপুর্বক এ সংগে পর্নাঙ্গ সেটসহ সংযুক্ত করা হলো।
০২। এমতাবস্থায়, প্রাথমিক স্তরের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪ এর ৩য় ও ৪র্থ শ্রেণির ইংরেজি প্রশ্ন ও নম্বর কাঠামো সংশোধন এবং অনুমোদনপূর্বক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা-২০২৪ এর পূর্ণাঙ্গ সেট পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে করা হলো।
সংযুক্ত: ২৮ পাতা।
স্বাক্ষরিত
মোঃ সিরাজুল ইসলাম
উপসচিব
No comments
Your opinion here...