উপবৃত্তি আপডেট (২০/১১/২০২৪)
Views
উপবৃত্তি আপডেট (২০/১১/২০২৪)
👉জানু:- জুন ২০২৪ সালের বকেয়া/পেন্ডিং সদ্য শ্রেণি হালনাগাদ কাজের বিদ্যালয় পর্যায়ে চাহিদা প্রস্তুতও ক্লাস্টারে প্রেরণ।
সময় ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত
জানুয়ারি-জুন/২০২৪ সময়ের পেন্ডিং চাহিদা সংক্রান্ত জরুরী নোটিশ
গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে একই সাথে সারাদেশের ০৮টি বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য চাহিদা মডিউলের সকল অপশনসমূহ (চাহিদা প্রস্তুত, সংরক্ষণ ও ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই এবং অনুমোদন অপশসসমূহ) উন্মুক্ত করা হয়েছে এবং ২৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবারের মধ্যে আবশ্যিকভাবে চাহিদা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চাহিদা ক্লাস্টারে প্রেরণের পূর্বে প্রধান শিক্ষকগণ অবশ্যই চাহিদার বিস্তারিত প্রতিবেদন যাচাই করে নিবেন। বর্তমানে PESP MIS Software সকাল ০৯:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২০ নভেম্বর ২০২৪
No comments
Your opinion here...