IPEMIS system এর PPE এর মডিউল এর তথ্য এন্ট্রি প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
IPEMIS system এর PPE এর মডিউল এর তথ্য এন্ট্রি প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৯.১০.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
নংঃ ৩৮.০১.০০০০, ৩৪৬.৯৯.০১৩.২০২০,৩০১
তারিখ: ১৩ কার্তিক ১৪৩১ ২৯ অক্টোবর ২০২৪
বিষয়: IPEMIS system এর PPE মডিউল এর তথ্য এন্ট্রি।
সূত্র: ৩৮.০১.০০০০.১০০.৪৩.৪০৯.২০-৭৫৫ তারিখ: ২১ অক্টোবর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, IPEMIS system এর PPE মডিউল সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ অক্টোবর ২০২৪ এর মধ্যে IPEMIS system এ PPE মডিউলটিতে বিদ্যালয় পর্যায় থেকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে। বিদ্যালয় পর্যায়ে ডাটা এন্ট্রি সম্পন্ন করে অনুমোদন প্রোসেসটি সম্পন্ন করণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এমতাবস্থায়, IPEMIS system এর PPE মডিউলটিতে বিদ্যালয় পর্যায়ে ডাটা এন্ট্রি সম্পন্ন করে অনুমোদন প্রসেসেটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মো: লুৎফুর রহমান
পরিচালক (পলিসি এন্ড অপারেশন)
No comments
Your opinion here...