ad

IPEMIS এর SLIP মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


IPEMIS এর SLIP মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। o(০৭/১১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা

স্মারক নং: ৩৮.০১,০০০০,৭০০,৯৯.০০৩.১৮-৫০৭

তারিখ: ০৭ নভেম্বর ২০২৪

বিষয়: IPEMIS-এর SLIP মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি প্রসঙ্গে।

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে SLIP প্রণয়ন ও বাস্তবায়ন পরিবীক্ষণ কার্যক্রম অনলাইন পদ্ধতি চালু হবার পর বর্তমান ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে এবং SLIP প্রণয়ন ও বাস্তবায়ন অনলাইন পদ্ধতিতে রূপান্তরিত হলে সকল পর্যায়ের কর্মকর্তাগণকে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইন পদ্ধতিতে পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন ও পরিবীক্ষণ কার্যক্রম সম্পাদন করতে হবে মর্মে নির্দেশনা রয়েছে।

IPEMIS-4 SLIP মডিউল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, প্রধান শিক্ষকদের যথাযথ নির্দেশনা প্রদানের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে SLIP মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য SLIP মডিউলে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সয়ংক্রিয়ভাবে IPEMIS হতে যুক্ত হবে। শিক্ষার্থীভিত্তিক বিদ্যালয়ের সংখ্যা জুলাই/২০২৪ সময়ে প্রেরিত SLIP তথ্যের অনুরূপ হতে হবে। এ বিষয়ে ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী হবেন।

এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মোঃ মিজানুল হক

পরিচালক (পরি: ও উন্ন:)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.