প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি। (২৪.১১.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০,১০৭,৩৭,০০৬,২৪-২১১৮
তারিখ: ০৯ অগ্রহায়ণ ১৪৩১ ২৪ নভেম্বর ২০২৪
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতারক চক্র/ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণের নাম ও পদবী ব্যবহার করে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের বদলীসহ বিভিন্ন কাজ সম্পাদনের প্রতিশ্রুতি দিয়ে অথবা ভয়-ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করছে বা গ্রহণ করার প্রচেষ্টা চালাচ্ছে। যা এই অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। এতে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
২। এমতাবস্থায়, মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও প্রাথমিক শিক্ষা পরিবারের সকলকে কোন প্রতারক চক্র/ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেনসহ কোন প্রকার লেনদেন না করার জন্য নির্দেশক্রমে সতর্ক করা হলো এবং প্রতারণার বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মাদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক
(সাধারণ প্রশাসন)
No comments
Your opinion here...