ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি।

Views


  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি। (১৬/০৯/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 জনপ্রশাসন মন্ত্রণালয়

 সওব্য-১৪ শাখা 

www.mopa.gov.bd 

 স্মারক নম্বর: ০৫,০০,০০০০,২৪৬,১৫.০৩৪.১৯ (অংশ-১১-৯১)

 তারিখ: ৩১ আশ্বিন ১৪৩১ 

১৬ অক্টোবর ২০২৪ 

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন।

 সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০,০০০০,০০৭,১৫,০৩২.১৯-১৫৭; তারিখ: ০১.০৮.২০২৪খ্রি.। 

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষক-এর নিম্নবর্ণিত ১৫৭২ (নয় হাজার পাঁচ শত বাহাত্তর)টি পদ সৃজনে নিম্নেবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:

শর্তাবলী: 
( ক) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে; 
(খ) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; 
(গ) প্রযোজ্য ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে; 
( ঘ) পদ সুজনের আদেশ জারির পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে; (ঙ) মন্ত্রিপরিষদ বিভাগের ০৫.০৩.২০০৩ তারিখের মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক আদেশ অনুসরণ করতে হবে: 
(চ) সৃজনকৃত পদসমূহ পদোন্নতিযোগ্য হওয়ায় আবশ্যিকভাবে সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে পদোন্নতির প্রক্রিয়াকরণ করতে হবে; 
(ছ) পদ সুজনের পৃষ্ঠাঙ্কিত জি.ও.-এর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করতে হবে; এবং 
(জ) পদ সৃজনের সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক আরোপিত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। 

স্বাক্ষরিত

নাসিমা ইয়াসমিন 
গবেষণা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.