প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকগণের উপজেলাভিত্তিক নিয়োগের প্রত্যয়ন প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর নির্দেশনা।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকগণের উপজেলাভিত্তিক নিয়োগের প্রত্যয়ন প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর নির্দেশনা। (২২/১০/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর- ০৮,০০,০০০০,১০৭,২৪,০০৩,২৩(পার্ট-১)- ১৯১৮
তারিখ: ০৬ কার্তিক ১৪০১
২২ অক্টোবর ২০২৪
বিষয়: প্রত্যয়ন প্রদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদানের নিমিত্ত উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সকল বিভাগ হতে ফলাফল পাওয়া গিয়েছে। প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা-২০২২ এর ১৫ এর ১০ নং ধারায় "শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরীতে অংশগ্রহনে শিক্ষকগণ (প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক) উপজেলা/থানা ভিত্তিক নিয়োগ হিসেবে পিতা-মাতা অথবা স্বামীর স্থায়ী ঠিকানা যে উপজেলা/থানায় যোগদান করেছেন সে উপজেলা/থানা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে। আন্তঃউপজেলা, আন্তঃজেলা এবং আন্তঃবিভাগ বদলীকৃত শিক্ষকগণ শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরীতে প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবেন না।" বর্ণিত রয়েছে।
২। বর্ণিতাবস্থায়, প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বিভাগীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক) ক্যাটাগরীতে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা, ২০২২ এর ১৫ এর ১০ নং ধারাটি যথাযথ ভাবে অনুসরণ করা হয়েছে কিনা সে সংক্রান্ত একটি প্রত্যয়ন আগামী ২৪ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে adgeneraldpe@gmail.com ই-মেইল ঠিকানায় আবশ্যিকভাবে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
শাহীনূর শাহীন খান
পরিচালক (প্রশাসন)
No comments
Your opinion here...