আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে প্রদত্ত ছক মোতাবেক সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত বিজ্ঞপ্তি।
আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে প্রদত্ত ছক মোতাবেক সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত বিজ্ঞপ্তি। (২২.০৯.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-৪ শাখা
www.mopa.gov.bd
নম্বর: ০৫.০০.০০০০.১৭৩.২২.০২৭.২৪-১৪৮
তারিখ: ০৭ আশ্বিন ১৪৩১
২২ সেপ্টেম্বর ২০২৪
বিজ্ঞপ্তি
বিষয়: সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল।
সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ০১.০৯.২০২৪ তারিখে 'সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে'। এ লক্ষ্যে গত ০২.০৯.২০২৪ তারিখে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত প্রণয়নকৃত ফরমেট এসাথে সংযুক্ত ছক-'ক' ও 'খ' মারফত সরকারের নিকট ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
২। ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব এর নিকট তাঁর সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন।
৩। দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাঁর সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।
৪। মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্ত সরকারি অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীগণ তাঁদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাঁদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।
সংযুক্ত: বর্ণনামতে ০৪(চার) ফর্দ।
স্বাক্ষরিত
(মোঃ ওবায়দুর রহমান)
অতিরিক্ত সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়
No comments
Your opinion here...