বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে শিক্ষক মনোনয়ন সংক্রান্ত প্রাগম এর পত্র।
বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে শিক্ষক মনোনয়ন সংক্রান্ত প্রাগম এর পত্র।(২৫/০৮/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৬০০,২৫,০১৯,২০,১২ ১০
বিষয়: বিষয়ভিত্তিক প্রশিক্ষণ 'ইতিহাস ও সামাজিক বিজ্ঞান' এবং 'প্রাথমিক বিজ্ঞান' বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে শিক্ষক মনোনয়ন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও) এর আওতায় মাঠপর্যায়ে প্রশিক্ষণ পরিচালনায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান' এবং 'প্রাথমিক বিজ্ঞান' বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রতি উপজেলা হতে 'ইতিহাস ও সামাজিক বিজ্ঞান' 'প্রাথমিক বিজ্ঞান' বিষয়ে পাঠদানকারী ০৮ করে মোট ১৬ জন দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক এর তথা উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার এর সহযোগিতায় যৌথভাবে নির্বাচনপূর্বক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন।
শর্ত থাকে যে শিক্ষকের সর্বোচ্চ বয়স জুন ২০২৪ মাসের মধ্যে ৫০ হবে এবং একজন শিক্ষক একাধিক বিষয়ভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) হতে পারবেন না।
০২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর আওতায় সকল উপজেলার শিক্ষক তথ্য সংগ্রহপূর্বক সংযুক্ত ছকে (বিষয় উল্লেখপূর্বক পৃথক ছকে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে dirtraindpe@gmail.com ই-মেইল এ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: ছক অবশ্যই Excel শিটে, Unicode Font (Nikosh: এ পূরণ করে PDF এবং Soft copy প্রেরণ করতে হবে।
মোঃ আব্দুল আলীম
উপপরিচালক
No comments
Your opinion here...