২০২৪-২৫ অর্থবছরে ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাত হতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মেরামত ও সংস্কারের কাজে ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
২০২৪-২৫ অর্থবছরে ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ খাত হতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মেরামত ও সংস্কারের কাজে ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (০৪.০৮.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং: ৩৮.০১,০০০০,৭০০,৯৯,০০৯.১৮-৩৫০(১০৩)
তারিখ: ২০ শ্রাবণ ১৪৩১ ০৪ আগস্ট ২০২৪
বিষয়: ২০২৪-২০২৫ অর্থবছরে পিইডিপি ৪ এর আওতায় 'এডুকেশন ইন ইমার্জেন্সি' খাতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মেরামত ও সংস্কারের কাজে ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় 'এডুকেশন ইন ইমার্জেন্সি' খাত হতে ২০২৪-২৫ অর্থবছরে মেরামত ও সংস্কারের জন্য ৭,৮২,৯০,৫০০.০০ (সাত কোটি বিরাশি লক্ষ নব্বই হাজার পাঁচশত টাকা মাত্র) টাকা অর্থ বরাদ্দ অনুমোদিত হয়েছে। উক্ত বিদ্যালয়গুলোতে মেরামত ও সংস্কার কার্যক্রম সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাস্তবায়িত হবে। এ বিষয়ে অধিদপ্তরের অর্থ বিভাগের স্মারক নং: ৩৮.০১,০০০০,৫০০.০১১.২০-৫০, তারিখ: ৩০ জুলাই ২০২৪ মোতাবেক অর্থ ছাড় করা হয়েছে।
২। এমতাবস্থায়, 'এডুকেশন ইন ইমার্জেন্সি' খাত হতে ২০২৪-২৫ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদত্ত বরাদ্দ অনুযায়ী মেরামত ও সংস্কার কার্যক্রম ০৩ মার্চ ২০১৯ খ্রি: তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত 'এডুকেশন ইন ইমার্জেন্সি' খাতে সংস্থানকৃত অর্থ ব্যবহারের নীতিমালা এবং সংশ্লিষ্ট আর্থিক বিধি অনুসরণপূর্বক বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জরুরিভিত্তিতে যথাযথভাবে কাজ সম্পাদন করে একটি প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড এবং সফট কপি (ddplandpe@gmail.com) ই-মেইলে প্রেরণেরজন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৩। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
সংযুক্তি: বর্ণনানুগ ২৪ পাতা।
স্বাক্ষরিত
মোহাম্মদ রকিব উদ্দিন
উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
No comments
Your opinion here...