ad

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবক কর্তৃক সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা এবং প্রধান শিক্ষক কর্তৃক PESP MIS Software-এ নগদ একাউন্ট এন্ট্রি নিশ্চিতকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।

Views

 


প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবক কর্তৃক সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা এবং প্রধান শিক্ষক কর্তৃক PESP MIS Software-এ নগদ একাউন্ট এন্ট্রি নিশ্চিতকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। o(১০/০৭/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd

স্মারক: ৩৮.০১.০০০০.১৯৩.১৪.০১১(২), ২০২১-৩২৫৩

তারিখ: ২৬ আষাঢ় ১৪৩১ ১০ জুলাই ২০২৪

বিষয়: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবক কর্তৃক সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা এবং প্রধান শিক্ষক কর্তৃক PESP MIS Software-এ নগদ একাউন্ট এন্ট্রি নিশ্চিতকরণ সংক্রান্ত।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮,০০,০০০০,০০৬.২২.০০১.২২.১৬২, তারিখ: ২০ মে ২০২৪।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২০২১-২২ অর্থবছর থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল একাউন্টে প্রেরণ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা, ২০২১ (সংশোধিত) এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী "সুবিধাভোগী শিক্ষার্থীদের মা/বাবা কিংবা বৈধ অভিভাবকগণের সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে উপবৃত্তি অর্থ বিতরণ করা হবে'-মর্মে উল্লেখ রয়েছে। গত জানুয়ারি-জুন/২০২৪ সময়ের উপবৃত্তি বিতরণ পরবর্তী PESP MIS Software-এর ডিসবার্সমেন্ট রিপোর্ট, উপবৃত্তি বিভাগের পর্যবেক্ষণ, নগদ লিমিটেড এবং BACS & iBAS++ স্কিম থেকে প্রেরিত রিপোর্টের প্রেক্ষিতে দেখা যায় যে, সুবিধাভোগী অভিভাবকের সক্রিয় নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট না থাকা কিংবা PESP MIS Software-এ এজেন্ট/মার্চেন্ট/উদ্যোক্তা/বন্ধ/সাসপেন্ডেড/ব্লকড একাউন্ট এন্ট্রি করার কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অর্থ বাউন্স ব্যাক করেছে। বর্ণিত সুবিধাভোগী অভিভাবকের প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে নগদ একাউন্ট খোলা এবং PESP MIS Software-এ সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর এন্ট্রি করা অত্যাবশ্যক। নির্দেশিকা ও অপারেশনাল ম্যানুয়াল মোতাবেক আবশ্যিকভাবে সুবিধাভোগী মা'এর ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েই নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে।

০২। এমতাবস্থায়, শতভাগ সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবকের উপবৃত্তি অর্থ প্রাপ্তি নিশ্চিত করার নিমিত্ত প্রত্যেক মা/বৈধ অভিভাবকের নিজ মোবাইল নম্বর দিয়ে নগদ একাউন্ট খোলা এবং PESP MIS Software-এ সক্রিয় নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর এন্ট্রি নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। স্বাক্ষরিত খোন্দকার মোঃ ইকবাল হোসেন

উপপরিচালক (উপবৃত্তি)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর dirpesd.dpe@gmail.com (পত্রের মর্ম মোতাবেক তাঁর উপজেলা/থানার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগণের মাধ্যমে সকল সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবককে বিষয়টি অবহিতকরণসহ নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ)।




DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.