উপবৃত্তি সংক্রান্ত জরুরী নোটিশ।
উপবৃত্তি সংক্রান্ত জরুরী নোটিশ। (০৩.০৬.২৪)।
আগামী ৮ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত সকল বিভাগের জন্য উপবৃত্তির পোর্টাল চালু থাকবে।
উপবৃত্তি সংক্রান্ত জরুরী নোটিশ উপবৃত্তি সফটওয়্যারে চলমান কার্যক্রম, যথাক্রমে-নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, ট্রান্সফারকরণ-গ্রহণ, শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ, সক্রিয়/নিষ্ক্রিয়করণ, অনুমোদিত শিক্ষার্থীর তথ্য আপডেট (এইউইও/এটিইও কর্তৃক), শিক্ষার্থীর মোবাইল একাউন্ট সংশোধন (ইউইও/টিইও কর্তৃক) অপশন আগামী ০৮ জুন ২০২৪ তারিখ পর্যন্ত সকল বিভাগের জন্য চালু থাকবে। উক্ত সময়ের মধ্যে বর্ণিত কার্যাদি সম্পন্ন করতে হবে। এরপরেই সুবিধাভোগী শিক্ষার্থীর অনুকূলে চাহিদা অপশন উন্মুক্ত করা হবে। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০৩ জুন ২০২৪।
উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...