APSC -২০২৪ এর তথ্য IPEMIS এর মাধ্যমে সংগ্রহের নিমিত্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
APSC -২০২৪ এর তথ্য IPEMIS এর মাধ্যমে সংগ্রহের নিমিত্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৪.০৬.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নং-৩৮.০১,০০০/৮০১.০৩.০১০,২০২২-৩২৩/৫১১ তারিখ: ১০ আষাঢ় ১৪৩১।
২৪ জুন ২০২৪।
বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর তথ্য IPEMIS এর মাধ্যমে সংগ্রহের নিমিত্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রদান। সূত্রঃ ০৫ জুন ২০২৪ তারিখের ৩৮,০১,০০০০,৮০১,০৩.০১০,২০২২-৩০৪ নং স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর প্রতিবেদন প্রণয়নে আপনার আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি (www.ipemis.dpe.gov.bd) এর মাধ্যমে ডাটা এন্ট্রি ও অনুমোদনের কাজ ৩১ জুলাই ২০২৪ এর মাধ্যমে সম্পন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। IPEMIS সফটওয়্যার পরিক্ষান্তে দেখা যায় অদ্যাবধি মাঠ পর্যায়ে APSC-২০২৪ এর ডাটা এন্ট্রি সংক্রান্ত কাজের অগ্রগতি আশানুরূপ নয়। তাই APSC-২০২৪ এর ডাটা এন্ট্রির কাজ আরও জোরদার করা প্রয়োজন।
এমতাবস্থায়, উক্ত তথ্যের নির্ভুলতার জন্য এপিএসসি'র তথ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক অধিকতর যাচাই- বাছাইপূর্বক ৩১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে এন্ট্রি ও অনুমোদনের কাজ সম্পন্ন করতে পুনরায় অনুরোধ করা হলো। ব্যর্থতায় দায়দায়িত্ব সংশ্লিষ্টদের উপর বর্তাবে। বিষয়টি অতীব জরুরী
স্বাক্ষরিত
এস.এম. আনছারুজ্জামান
পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ফোন: ০২-৫৫০৭৪৯৩১
E-mail:dirmonitordpe@gmail.com
No comments
Your opinion here...