ad

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন ওয়াশব্লক ও ডীপটিউবয়েল এর নির্মাণ কাজ মনিটরিং প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন ওয়াশব্লক ও ডীপটিউবয়েল এর নির্মাণ কাজ মনিটরিং প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৮/০৪/২০২৪)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি

প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,

মিরপুর-২, ঢাকা-১২১৬।

স্মারক নং- প্রাশিঅ/চানজাপ্রাবিউপ্র-১/ডিপিএইচই/২৫১ তারিখঃ ২৮/০৪/২০২৪ খ্রি.

বিষয় : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এর মাধ্যমে নির্মাণাধীন ওয়াশব্লক ও ডীপটিউবয়েল এর নির্মাণকাজ মনিটরিং প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রাথমিক বিদ্যালয়সমূহে ওয়াশব্লক নির্মাণকাজ ও নলব্ধ স্থাপনের কাজ চলমান আছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় বাস্তবায়নযোগ্য ৫০০০ ওয়াশব্লক এর মধ্যে ৩২৮৯টি ওয়াশব্লক এর কাজ ১০০% সমাপ্ত হয়েছে এবং ১৭১১টি ওয়াশব্লক এর কাজ চলমান আছে এবং ৫০০০ নলকূপ স্থাপন কাজের মধ্যে ৪২৭৩টি নলকূপ স্থাপন কাজ ১০০% সমাপ্ত হয়েছে এবং ৭২৭টি নলকূপ স্থাপন কাজ চলমান আছে। প্রকল্পটি মেয়াদ আগামী ৩১/১২/২০২৪ তারিখ শেষ হবে বিধায় চলমান ওয়াশব্লক নির্মাণকাজ দ্রুত শেষ করা প্রয়োজন। নির্মাণাধীন বিদ্যালয়ের ওয়াশব্লকের এর নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য নিম্নবর্ণিত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হলোঃ- ১। প্রতিমাসে অন্তত ১বার নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সাথে সভা করে চলমান ওয়াশব্লক এর অগ্রগতি পর্যালোচনা করা। ২। যে সব ওয়াশব্লক এর নির্মানকাজ দীর্ঘদিন বন্ধ আছে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া। ৩। উপজেলা পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের মাধ্যমে নির্মাণ কাজ তদারকির ব্যবস্থা করা। ৪। ডিপিএইচই এবং ডিপিইও অফিসের যৌথস্বাক্ষরে প্রতিমাসে সঠিক অগ্রগতি প্রতিবেদন প্রকল্প কার্যালয়ে প্রেরণ করা। স্বাক্ষরিত শাহ রেজওয়ান হায়াত) মহাপরিচালক (গ্রেড-১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২, ঢাকা-১২১৬। সংযুক্তি: নির্মাণাধীন ওয়াশব্লকের তালিকা।


DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.