ad

শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ।

Views

 


শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ। (৩১.০৫.২৪)।

শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ ১. প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময়: ক) শ্রেণি প্রমোশন, খ) পুনরাবৃত্তি এবং গ) ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। শ্রেণি প্রমোশনের ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণি স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হবে এবং ফিক্সড (রিড-অনলি) থাকবে ইউজারগণ চেঞ্জ করতে পারবেন না। ২. পঞ্চম ও অষ্টম শ্রেণির শ্রেণি হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময়: ক) প্রাথমিক চক্রের সমাপ্তি, খ) পুনরাবৃত্তি এবং গ) ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে শুধুমাত্র পুনরাবৃত্তির ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। ৩. প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের হালনাগাদকালীন সময়ে ২০২৪ শিক্ষাবর্ষে যারা প্রাক- প্রাথমিক শ্রেণিতেই অধ্যয়নরত তাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। ৪. প্রাক-প্রাথমিক শ্রেণির ক্ষেত্রে পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে হালনাগাদ করা হলেও তারা উপবৃত্তি পাবে। ৫. শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদের পরেও শ্রেণি চেঞ্জ করার প্রয়োজন হলে- শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদপূর্বক অনুমোদন করতে হবে এবং এরপরে এইউইও/এটিইওগণের মাধ্যমে শিক্ষার্থী তথ্য আপডেট অপশন থেকে শ্রেণি চেঞ্জ করে নিতে হবে। ৬. সকল হালানাগাদকৃত ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাচাই-বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে। ৭. শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ অপশনে কোন ডাটা পেন্ডিং রাখা যাবে না। যারা বিদ্যালয়ে অধ্যয়নরত নাই কিংবা জানা নেই কোথায় আছে- তাদের ডাটা ট্রান্সফার করতে হবে। তবে ট্রান্সফার করা না গেলে নিষ্ক্রিয় করতে হবে। ৮. কোন নিষ্ক্রিয় ডাটা সক্রিয় কিংবা সক্রিয় ডাটা নিষ্ক্রিয় করতে চাইলে; প্রথমেই শিক্ষার্থী প্রোফাইল অপশনে দেখে নিতে হবে সক্রিয়/নিষ্ক্রিয় আছে কিনা। শিক্ষার্থী প্রোফাইল অপশনে অন্তবর্তী স্ট্যাটাস থাকলে এইউইও/এটিইও কর্তৃক অবস্থা হালনাগাদ: ক্লাস্টারে যাচাই-বাছাই এবং ইউইও/টিইও কর্তৃক অবস্থা হালনাগাদ: উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে। তার পরে পুনরায় সক্রিয়/নিষ্ক্রিয় করা যাবে। ৯. প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন ও পুনরাবৃত্তি (প্রাক-প্রাথমিক শ্রেণি বাদে) অপশনের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ৩১ মে ২০২৪।

উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.