শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ।
শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ। (৩১.০৫.২৪)।
শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সংক্রান্ত জরুরী নোটিশ ১. প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময়: ক) শ্রেণি প্রমোশন, খ) পুনরাবৃত্তি এবং গ) ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। শ্রেণি প্রমোশনের ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণি স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হবে এবং ফিক্সড (রিড-অনলি) থাকবে ইউজারগণ চেঞ্জ করতে পারবেন না। ২. পঞ্চম ও অষ্টম শ্রেণির শ্রেণি হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময়: ক) প্রাথমিক চক্রের সমাপ্তি, খ) পুনরাবৃত্তি এবং গ) ভুল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে শুধুমাত্র পুনরাবৃত্তির ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। ৩. প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের হালনাগাদকালীন সময়ে ২০২৪ শিক্ষাবর্ষে যারা প্রাক- প্রাথমিক শ্রেণিতেই অধ্যয়নরত তাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট/শাখা/রোল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। ৪. প্রাক-প্রাথমিক শ্রেণির ক্ষেত্রে পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে হালনাগাদ করা হলেও তারা উপবৃত্তি পাবে। ৫. শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদের পরেও শ্রেণি চেঞ্জ করার প্রয়োজন হলে- শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদপূর্বক অনুমোদন করতে হবে এবং এরপরে এইউইও/এটিইওগণের মাধ্যমে শিক্ষার্থী তথ্য আপডেট অপশন থেকে শ্রেণি চেঞ্জ করে নিতে হবে। ৬. সকল হালানাগাদকৃত ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাচাই-বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে। ৭. শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ অপশনে কোন ডাটা পেন্ডিং রাখা যাবে না। যারা বিদ্যালয়ে অধ্যয়নরত নাই কিংবা জানা নেই কোথায় আছে- তাদের ডাটা ট্রান্সফার করতে হবে। তবে ট্রান্সফার করা না গেলে নিষ্ক্রিয় করতে হবে। ৮. কোন নিষ্ক্রিয় ডাটা সক্রিয় কিংবা সক্রিয় ডাটা নিষ্ক্রিয় করতে চাইলে; প্রথমেই শিক্ষার্থী প্রোফাইল অপশনে দেখে নিতে হবে সক্রিয়/নিষ্ক্রিয় আছে কিনা। শিক্ষার্থী প্রোফাইল অপশনে অন্তবর্তী স্ট্যাটাস থাকলে এইউইও/এটিইও কর্তৃক অবস্থা হালনাগাদ: ক্লাস্টারে যাচাই-বাছাই এবং ইউইও/টিইও কর্তৃক অবস্থা হালনাগাদ: উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে। তার পরে পুনরায় সক্রিয়/নিষ্ক্রিয় করা যাবে। ৯. প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন ও পুনরাবৃত্তি (প্রাক-প্রাথমিক শ্রেণি বাদে) অপশনের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ৩১ মে ২০২৪।
উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...