ad

পে-রোল বহির্ভূত অনুমোদিত চাহিদা সম্বলিত ডাটা সংশোধন বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি

Views

 


পে-রোল বহির্ভূত অনুমোদিত চাহিদা সম্বলিত ডাটা সংশোধন বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি (০৬/০৪/২৪)।

পে-রোল বহির্ভূত অনুমোদিত চাহিদা সম্বলিত ডাটা সংশোধন বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৩ সময়ের অনুমোদিত চাহিদার মধ্য থেকে ৮৯ লক্ষ ৮৪ হাজার ৩৬৩জন সুবিধাভোগী শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে অবশিষ্ট (প্রায় ৬ লক্ষ ২৫ হাজার) অনুমোদিত চাহিদার ক্ষেত্রে দেখা যায়-একই পরিবারের ২ এর অধিক শিক্ষার্থীর চাহিদা প্রেরণ করা হয়েছে কিংবা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর/এনআইডি ভুল রয়েছে।

#উপবৃত্তি_সম্পর্কিত_আপডেট
১। ঈদের ৪/৫ দিন পর উপবৃত্তি তথ্য আপডেট ও নতুন শিক্ষার্থীদের ২০২৪ তথ্য এন্ট্রি করতে হবে।
২। শিক্ষার্থীদের সকল তথ্য লিখে রেডি রাখতে হবে।
৩। শিক্ষার্থীদের তথ্য সংশোধন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এর আই ডি থেকে করতে হবে।
৪। মোবাইল নং সংশোধন শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসারের আই ডি থেকে করতে হবে।
৫। জন্ম নিবন্ধন অনলাইনে ভেরীফাই হবে। ফলে আর নাম লিখতে হবে না।
৫। ক্লাস্টার ও উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক যাচাই ও অনুমোদন করতে হবে।
৬। প্রতিটি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও শ্রেণি আপডের সময় সতর্কতার সাথে কাজ করতে হবে।
৭। কোন শিক্ষার্থীর তথ্য ডুপ্লিকেট দেখালে কোথায় কোন অবস্থায় আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ও উপজেলা শিক্ষা অফিসারের মোবাইল নং সহ তা পপ আপ মেনুতেই দেখা যাবে।
৮। সকল প্রকার সংশোধনের ক্ষমতা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আই ডি তে রাখার ব্যবস্থা থাকবে।
৯। ডিসবার্সমেন্ট রিপোর্ট এ টাকা কোথায় ও কোন মোবাইল নং এ ক্যাশ আউট করা হবে তার উল্লেখ থাকবে।
১০। শিক্ষার্থীদের স্ট্যাটাস আপডেট করতে হবে। কোন শিক্ষার্থী কেজি স্কুল/ মাদ্রাসায় গেলে ট্রান্সফার করণ করে রাখা ।কোন শিক্ষার্থীর তথ্য না পাওয়া গেলে নিষ্ক্রিয় করে রাখতে হবে।
১১। প্রধান শিক্ষকের সাথে একজন সহকারী শিক্ষকের আই ডি/ মোবাইল নং দিয়ে লগ ইন এর ব্যবস্থা করা এতে একটি বিদ্যালয়ের ২ জন একসাথে লগ ইন করে কাজ করতে পারবে।
১২। স্ট্যান্ড বাই লগ ইন ১ ঘন্টার ব্যবস্থা করা হবে।

CRVS(প্রাথমিক ইউনিক আইডি) Helpline

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.