চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করা সংক্রান্ত প্রাগম এর প্রজ্ঞাপন।
চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করা সংক্রান্ত প্রাগম এর প্রজ্ঞাপন। (২৪/০৪/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
নম্বর: ৩৮,০০,০০০০.০০৮,৯৯.০২৫.১৮.১৩০ তারিখ: ১১ বৈশাখ ১৪৩১ ২৪ এপ্রিল ২০২৪
প্রজ্ঞাপন
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর বিধি-৬(৪) এবং ৬(৫) অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে চাকুরিতে প্রবেশের অন্যূন ০৪ (চার) বৎসরের মধ্যে "প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি)" সম্পন্ন করতে হবে। চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। তবে ইতোমধ্যে যারা সি-ইন-এড ও ডিপিএড প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
২. এ বিষয়ে ইতঃপূর্বে জারিকৃত সকল আদেশ/প্রজ্ঞাপন/পরিপত্র এ আদেশ জারির তারিখ হতে বাতিল বলে গণ্য হবে। ৩. জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত
মোহাম্মদ কবির উদ্দীন উপসচিব ফোন: ০২২২৩৩৫৭২৫৫
ইমেইল: sa@mopme.gov.bd
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...