Views
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার-IPEMIS-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদ প্রসঙ্গে প্রাগম এর পত্র। (০৭/০৩/২০২৪)
অনলাইন শিক্ষক বদলির জন্য পিইএমআইএস সফটওয়্যার এর তথ্য আপডেট সংক্রান্ত। (০৭/০৩/২০২৪)
আগামী ১২ মার্চের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদ করতে হবে।
IPEMIS এ বিদ্যালয়, শিক্ষার্থী, শিক্ষকদের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়েছে।
** যাদের তথ্য পরিপূর্ণভাবে এন্ট্রি করা আছে এবং যাদের তথ্য কোনো ধরনের
পরিবর্তন হয়নি তাদের আপডেট করার কোনো বিষয় নেই।
তবে, তথ্য এন্ট্রির পর - কারো একজন সন্তান জন্মগ্রহণ করেছে, কোনো অবিবাহিত ব্যাক্তি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, কেউ ডিপিএড কোর্স সম্পন্ন করেছেন, কেউ শিক্ষাগত যোগ্যতায় নতুন কোনো সনদ অর্জন করেছেন অথবা কেউ আগে এন্ট্রি করার সময় সকল তথ্য করেননি তারা অবশ্যই IPEMIS সফটওয়্যার এ তথ্য হালনাগাদ করে সাবমিট করবেন।
আবার বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়া, নতুন ভবন বা কক্ষ যুক্ত হওয়া, আসবাবপত্র সংযোজন/বিয়োজন, শিক্ষার্থী কমলে/বাড়লে অবশ্যই হালনাগাদ করে সাবমিট করতে হবে।
কর্মরত সকল শিক্ষকের তথ্য এন্ট্রি করতে হবে। শিক্ষক না থাকলে তার তথ্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২৩ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ০৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৯০০,৩৫,০০১,২৩,২৭
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার-IPEMIS-এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার Intregrated Primary Education Management Information System (IPEMIS) -এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য উন্মুক্ত রয়েছে। IPEMIS এ এন্ট্রিকৃত তথ্য যাচাইকালে দেখা যায় শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, সিএনএড এর প্রশিক্ষণ এবং বিদ্যালয় ভিত্তিক শিক্ষকের তথ্য সঠিক নয়। এতে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ২০২৪ সালের Online শিক্ষক বদলী কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল উপজেলা শিক্ষা অফিসারকে আগামী ১২ মার্চ, ২০২৪ খ্রিঃ এর মধ্যে তাঁর উপজেলার সকল বিদ্যালয়, শিক্ষক এর ব্যক্তিগত প্রোফাইল (ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণসহ যাবতীয় তথ্য) এবং ২০২৪ সালের শিক্ষার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য হালনাগাদকরণের জন্য জরুরী নির্দেশ দেয়া হলো। তথ্য হালনাগাদ নয় কিংবা ভুল তথ্য IPEMIS এ পাওয়া গেলে কর্তব্য কাজে গাফিলতির জন্য সরকারি চাকুরী আইন ২০১৮ মোতাবেক আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক (আইএমডি) (অতিরিক্ত দায়িত্ব)

MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...