মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের(সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও স্কুল এন্ড কলেজ)Institute Management System(IMS) মডিউলে তথ্য হালনাগাদ করার মাউশি এর তাগিদ পত্র।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের(সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও স্কুল এন্ড কলেজ) Institute Management System(IMS) মডিউলে তথ্য হালনাগাদ করার মাউশি এর তাগিদ পত্র। (১৮/০৩/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
তারিখ: ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
১৪. মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৭
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) Institute Management System (IMS) মডিউলে তথ্য হালনাগাদ করার তাগিদ পত্র।
সূত্র: স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১১৩,৩৭.০০১.২২.৩৫ তারিখ: ০৭/১১/২০২৩ খ্রি.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ন্যূনতম পাঠদান অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) তথ্য ভাণ্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েব-বেইজড Education Management Information System (www.emis.gov.bd) এর আওতায় Institute Management System (IMS) মডিউলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য হালনাগাদ করার পরিপত্র (নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৩৫ তারিখ: ০৭/১১/২০২৩ খ্রি.) প্রতিষ্ঠান প্রধানগণকে প্রেরণ করা হলেও সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা হয়নি। এমতাবস্থায় আগামী ৩১/০৩/২০২৪ তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। আগামী ৩১/০৩/২০২৪ তারিখের পরে ২০২৩ সালের তথ্য হালনাগাদ করা যাবে না এবং আগামী ০১/০৪/২০২৪ তারিখ হতে ২০২৪ সালের তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী
পরিচালক
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...