বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত সংক্রান্ত DSHE এর পত্র।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত সংক্রান্ত DSHE এর পত্র। (০৪/০৩/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বেসরকারি মাধ্যমিক-০৩ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.shed.gov.bd
নথি নং-৩৭,০০,০০০০,০৭৪,০৩০.০০১.২০১৭,৩৯
১৪ মাঘ, ১৫৩০ বঙ্গাব্দ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ।
বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (ভুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের প্রযোজ্য অংশটুকু কার্যকারিতা স্থগিতের বিষয়ে ১১ জানুয়ারি ২০২৪ তারিখে জারিকৃত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করার জন্য সদয় পরবতী প্রয়োজনীয় কার্যার্থে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক।
স্বাক্ষরিত
২৮-০১-২৪
(মোহাম্মদ তৌহিদুল ইসলাম)
সিনিয়র সহকারী সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-৩
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.shed.gov.bd
স্মারক নং ৩৭,০০,০০০০,০৭৪,০৩০,০০১,২০১৭,১৬
১১ জানুয়ারি ২০২৪
২৭ পৌষ ১৪৩০
পরিপত্র
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) সুধু পরিচালনা নিশ্চিত করণের লক্ষো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৯ (গ) ৩) এর প্রদত্ত ক্ষমতাবলে উক্ত নীতিমালার ১১. ১১ অনুচ্ছেদে উল্লেখিত 'তবে ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোন আর্থিক সুবিধা এম.পি.ও. না নেয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া আবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিকসহ সকল দায়ভার বহন করতে হবে এবং সরকার এর কোনো দায় বহন করবে না। এম.পি.ও. যুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনক্রমেই ৬৫ (পঁয়ঘাট) বছর বয়সের বেশি হতে পারবে না।" জংপটুকুর কার্যকারিতা স্থগিত করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
(সোলেমান খান)
সচিব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
বেসরকারি কলেজ শাখা
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭,০২,০০০০,১০৫,৩৪,০০২.২২.৯৪
২০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
তারিখ: ০৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৪,০৩০,০০১,২০১৭,৩৯; তারিখ: ২৮/০১/২০২৪ খ্রি. মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত সংক্রান্ত বিষয়ে জারিকৃত পরিপত্রের (কপি সংযুক্ত) মর্মানুযায়ী অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
কপি সংযুক্ত: বর্ণনা মোতাবেক ০২ পাতা।
স্বাক্ষরিত
তপন কুমার দাস
সহকারী পরিচালক
বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। পরিচালক (সকল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় (তার আওতায় মাউশি অধিদপ্তরাধীন সকল অফিস/শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে
অবহিতকরণের অনুরোধসহ]: ২। আঞ্চলিক উপপরিচালক-সকল (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) [তার আওতায় মাউশি অধিদপ্তরাধীন সকল অফিস/শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে
অবহিতকরণের অনুরোধসহ] এবং
৩। জেলা শিক্ষা কর্মকর্তা- সকল জেলা [তার আওতায় মাউশি অধিদপ্তরাধীন সকল অফিস/শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিতকরণের অনুরোধসহ]।
স্মারক নম্বর:
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ০৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
সদয় জ্ঞাতার্থে জ্ঞাতার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। পরিচালক, মাধ্যমিক উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর:
২। উপ-পরিচালক, বেসরকারি মাধ্যমিক শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
৩। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ই. এম, আই, এস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ);
৪। উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল) [তার আওতায় মাউশি অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিতকরণের
অনুরোধসহ]; ৫। পিএ টু মহাপরিচালক, মহাপরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মহাপরিচালক মহোদয়ের সদয় জ্ঞাতার্থে) এবং
৬। সংরক্ষণ নথি।
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...