পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন-সমন্বয়করণ সংক্রান্ত মাউশি এর চিঠি।
পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন-সমন্বয়করণ সংক্রান্ত মাউশি এর চিঠি। (১৩/০৩/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
(সরকারি মাধ্যমিক-১১
www.shed.gov.bd
২৫-৩৭০০.০০০০,০৭৭৩৪৪ ০০২০২ (আংশ্য-১০৭
তারিখ: ১১ ফাল্গুন, ১৪৩০ ব
১২ মার্চ ২০১৪ খ্রিস্টা
বিষয়ঃ পবিত্র রমজান মাসেন ডাবল শিজট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন সমন্বয়করণ সুত্রঃ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২,০২-)অংশ)-১৩৭, প্ররিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪
সুত্রোক্ত স্মারকে ১১ মার্চ ২০২৪ খ্রিঃ হতে ১৫ মার্চ ২০২৪ খ্রিঃ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছিল। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে ্সে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/সমন্বয় করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মোসাম্মৎ রহিমা আকতার
উপসচিব
No comments
Your opinion here...