ad

পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন-সমন্বয়করণ সংক্রান্ত মাউশি এর চিঠি।

Views

 


পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন-সমন্বয়করণ সংক্রান্ত মাউশি এর চিঠি। (১৩/০৩/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

(সরকারি মাধ্যমিক-১১

www.shed.gov.bd

২৫-৩৭০০.০০০০,০৭৭৩৪৪ ০০২০২ (আংশ্য-১০৭

তারিখ: ১১ ফাল্গুন, ১৪৩০ ব 

১২ মার্চ ২০১৪ খ্রিস্টা

বিষয়ঃ পবিত্র রমজান মাসেন ডাবল শিজট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন সমন্বয়করণ সুত্রঃ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২,০২-)অংশ)-১৩৭, প্ররিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪

সুত্রোক্ত স্মারকে ১১ মার্চ ২০২৪ খ্রিঃ হতে ১৫ মার্চ ২০২৪ খ্রিঃ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছিল। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে ্সে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/সমন্বয়  করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মোসাম্মৎ রহিমা আকতার

উপসচিব



DSHE এর সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.