ad

সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা, ২০২৩ এর সংশোধন সংক্রান্ত গেজেট।

Views

 


সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা, ২০২৩ এর সংশোধন সংক্রান্ত গেজেট।

রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

বুধবার, মার্চ ১৩, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা

প্রজ্ঞাপন

তারিখ: ২৬ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ/১০ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

এস.আর.ও. নং ৪৮-আইন/২০২৪।সরকার, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ (২০২৩ সনের ৪ নং আইন) এর ধারা ২৯ এ প্রদত্ত ক্ষমতাবলে, সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা, ২০২৩ এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত বিধিমালার-

(১) বিধি ২ এর উপ-বিধি (১) এর দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) এবং (ঘঘঘ) সন্নিবেশিত হইবে, যথা:-

"(ঘঘ) "রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান" অর্থ সরকার অথবা কোনো স্বায়ত্তশাসিত বা স্ব-শাসিত সংস্থার মালিকানাধীন বা উহাতে ন্যস্ত অথবা শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগের অধিক সরকারের অর্থায়নে পরিচালিত কোনো ব্যবসায়-উদ্যোগ, কোম্পানি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান অথবা শিল্প-বাণিজ্য সম্পর্কিত বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান;

(ঘঘঘ) "স্বশাসিত বা স্বায়ত্তশাসিত সংস্থা" অর্থে আপতত বলবৎ কোনো আইন দ্বারা অথবা উহার অধীন প্রতিষ্ঠিত বা গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, কমিশন, সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউশন, কাউন্সিল, একাডেমি, ট্রাস্ট, বোর্ড বা ফাউন্ডেশন, উহা যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে;"

(২৩৮৯) মূল্য: টাকা ৮.০০









 পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ গেজেট সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.