ad

পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views

 


পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (০৭/০৩/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণ বিভাগ

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ২৩ ফাল্গুন ১৪৩০

০৭ মার্চ ২০২৪
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৬০০.২৫.০০৭.২৩. ১৪0

বিষয়: পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের তালিকা প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২৪ হতে ৬৭টি পিটিআই এ ১০ (দশ) মাসব্যাপী পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষকদের জন্য বর্ণিত ১০ (দশ) মাস মেয়াদী প্রশিক্ষণের ০৬ (ছয়) মাস পিটিআইতে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং পরবর্তী ০৪ মাস নিজ উপজেলাধীন নিজ বিদ্যালয় ব্যতীত অন্য বিদ্যালয়ে ইন্টার্নশীপ প্রশিক্ষণ গ্রহণ করবেন। ইন্টার্ণশীপ প্রশিক্ষণ চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মাঠপর্যায়ের কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ মনিটরিং, মেন্টরিং ও মূল্যায়ন করবেন। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মাঠপর্যায়ের কর্মকর্তাগণের "পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর মনিটরিং, মেন্টরিং ও মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) হতে প্রাপ্ত পিটিআইভিত্তিক প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত তথ্য এতদসঙ্গে প্রেরণ করা হলো।

০২। বর্ণিত বিষয়ে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর মনিটরিং, মেন্টরিং ও মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের তালিকা সংগ্রহ করা প্রয়োজন। ইন্টার্ণশীপ বিদ্যালয় নির্বাচনে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণীয়:

১) প্রতি ০২ (দুই) জন প্রশিক্ষণার্থীর জন্য একটি ইন্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনয়ন প্রদান;
২) প্রশিক্ষণার্থীর নিজ বিদ্যালয়ের কাছাকাছি বিদ্যালয়কে প্রাধান্য দিতে হবে;
৩) কম শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে।

০৩। এমতাবস্থায়, পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) এর মনিটরিং, মেন্টরিং ও মূল্যায়ন" বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইস্টার্ণশীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের তালিকা নিম্নোক্ত ছক মোতাবেক সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্ট, পিটিআই বরাবর ১৩ মার্চ ২০২৪ তারিখের মধ্যে (পিডিএফ ও সফটকপি) প্রেরণ নিশ্চিতসহ অনুলিপি dirtraindpe@gmail.com ই-মেইলেও প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

মোঃ বায়েজীদ খান

সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

ফোনঃ ০২-৫৫০৭৪৮৯২

DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.