ad

ভুলক্রমে “প্রাপ্যতা নাই” (শুন্য) চাহিদা অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি।

Views

 

ভুলক্রমে “প্রাপ্যতা নাই” (শুন্য) চাহিদা অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি। (২৪/০৩/২০২৪খ্রি.)


উপবৃত্তি আপডেট (২৪/০৩/২০২৪খ্রি.)

ভুলক্রমে প্রাপ্যতা নাই মর্মে চাহিদা অনুমোদিত হয়ে থাকলে নির্দেশনা মোতাবেক তথ্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগে পাঠাতে বলা হয়েছে।

ভুলক্রমে “প্রাপ্যতা নাই” (শুন্য) চাহিদা অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৩ সময়ের সারাদেশের সুবিধাভোগী শিক্ষার্থীদের চাহিদা অনুমোদনের প্রেক্ষিতে পে-রোল সম্পন্ন হয়েছে। তবে বিভিন্ন উপজেলায় কিছু সংখ্যক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাপ্যতা থাকা সত্বেও শতভাগসকল সুবিধাভোগী শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুতকালীন সময়ে ভুলক্রমে “প্রাপ্যতা নাই” মর্মে চাহিদা অনুমোদিত হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট উপজেলার যে সকল বিদ্যালয়ের সকল সুবিধাভোগী শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুতকালীন সময়ে ভুলক্রমে “প্রাপ্যতা নাই” মর্মে চাহিদা (০ মাস) অনুমোদিত হয়েছে সেসকল বিদ্যালয়ের তালিকা (বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, ক্লাস্টার, উপজেলা ও জেলা উল্লেখপূর্বক) আগামী ২৭ মার্চ ২০২৪ তারিখ বেলা ১২:০০টার মধ্যে পরিচালক (উপবৃত্তি) বরাবর ইমেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৪/০৩/২০২৪খ্রি.



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.