ad

ই-ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন।

Views

 

ই-ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন। (২৫/০৩/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

 সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

 বিআরটিএ সংস্থাপন শাখা

www.rthd.gov.bd

সংশোধিত প্রজ্ঞাপন

তারিখ: ১০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ/২৪ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ

নং-৩৫.০০.০০০০.০২০.০৬.০২৮.২২-১১৭ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) QR কোড সম্বলিত ই- ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে। এছাড়াও, ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও 'ই-ড্রাইভিং লাইসেন্স' উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত QR কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

০২। গত ১০-০৮-২০২৩ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৬.০২৮.২২-৫৯০ সংখ্যক স্মারকের প্রজ্ঞাপন সংশোধনক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো।

০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

স্বাক্ষরিত

মোঃ মনিরুল আলম 

উপসচিব 





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.