পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে স্লিপ SLIP কার্যক্রম বাস্তবায়নের জন্য ২য় পর্যায়ের বরাদ্দ প্রদান সংক্রান্ত।
পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে স্লিপ SLIP কার্যক্রম বাস্তবায়নের জন্য ২য় পর্যায়ের বরাদ্দ প্রদান সংক্রান্ত।(২২/০২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
তারিখ: ০৯ ফাল্গুন ১৪৩০
স্মারক নং ৩৮.০১.০০০০,৫০০.২০.০৭৯.২০১৯-৭১৬
তারিখঃ ২২ই ফেব্রুয়ারি ২০২৪
বিষয়ঃ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড্ ইউপেগ এন্ড শিল্প" কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে (পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য "স্লিপ" কার্যক্রম এর ব্যয় নির্বাহকল্পে ২য় পর্যায়ে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড় ইউপেপ এন্ড স্লিপ" কার্যক্রমর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে (পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়সহ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "স্লিপ" কার্যক্রম-এর ব্যয় নির্বাহকল্পে ২য় পর্যায়ে সংযুক্ত তালিকার উল্লিখিত থানা/উপজেলা শিক্ষা অফিসারগণের অনুকূলে সাধারন অনুদান খাতের আওতায় অন্যান্য অনুদান উপখাতের (অর্থনৈতিক কোড ৩৬৩১১৯৯) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ১৮৫,৯৪,১৫,০০০.০০ (একশত পঁচাশি কোটি চুরানব্বই লক্ষ পনের হাজার) টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরী প্রদান করা হলো।
২। এ ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭৯০০ এর আওতায় সাব-কম্পোনেন্ট "স্ট্রেংদেনড় ইউপেপ এন্ড স্লিপ”-এর বরাদ্দ থেকে সাধারন অনুদান খাতের আওতায় অন্যান্য অনুদান উপখাতের অর্থনৈতিক কোড ৩৬৩১১৯৯-এর অনুকূলে বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে। ৩। অর্থ ব্যয়ের শর্তাবলি: ক) প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ৬০% এবং আরপিএ (জিওবি) বাবদ ৪০% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে। খ) কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক প্রদত্ত বিদ্যালয়ের তালিকা এবং নির্দেশনাবলী অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে। ঘ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/ নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না:
ঙ) এ বরাদ্দ হতে অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না:
চ) এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র প্রদর্শন করা যায়: ছ) রাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই-এর Web-based Computerized Accounting System এ ব্যয়ের ৭ (সাত) দিনের মধ্যে এন্ট্রি দিতেণ হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না: জ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে: ঝ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন। ঞ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে ১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ IBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে। ৫ চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য অনুরোধ ৬। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
স্বাক্ষরিত
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)
No comments
Your opinion here...