২০০৫ সালের পর নির্মিত ব্যবহার অনুপযোগী বিদ্যালয় ভবনের তথ্য প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর জরুরী পত্র।
Views
Lutfor
২০০৫ সালের পর নির্মিত ব্যবহার অনুপযোগী বিদ্যালয় ভবনের তথ্য প্রেরণ সংক্রান্ত।
(২৭/০২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১,০০০০,১১৮,০২৭.০২.২০১৯-৮০/৬৫২
তারিখ: ১৪ ফাল্গুন ১৪৩০
২৭ ফেব্রুয়ারি ২০২৪
বিষয়: ২০০৫ সালের পর নির্মিত ব্যবহার অনুপযোগী ভবনের তথ্য প্রেরণ।
সূত্র: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে টেলিফোনে মাধ্যমে দেয়া নির্দেশনা।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর আওতাধীন যেসকল বিদ্যালয় এবং অফিসের ভবন ২০০৫ সাল কিংবা তার পরে নির্মাণ করা হয়েছে এবং ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। শুধুমাত্র সেসকল ভবনের তথ্য নিম্নোক্ত ছক অনুযায়ী অবকাঠামোর ছবিসহ প্রতিবেদন আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে সফট কপি (ইমেল kamruljam@gmail.com) এবং হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবরে জরুরিভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
২। উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হতে PEDP2, PEDP3, PEDP4 এবং অন্যান্য প্রকল্পের আওতায় নির্মিত কিন্তু বর্তমানে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ কিংবা ব্যবহার অনুপযোগী এরুপ বিদ্যালয়ের অবকাঠামো বিষয়ে প্রতিবেদন এবং ছবি চাওয়া হয়েছে।
৩। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
যুগ্ম সচিব পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
ফোন: ৫৫০৭৪৯৩৮
dirplandpe@@gmail.com
No comments
Your opinion here...