সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/শিক্ষা অফিসার পদে পদায়ন সংক্রান্ত প্রাগম এর প্রজ্ঞাপন। (০৭/০২/২০২৪)
Views

MOPME এর সকল আপডেট লিঙ্ক
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/শিক্ষা অফিসার পদে পদায়ন সংক্রান্ত প্রাগম এর প্রজ্ঞাপন। (০৭/০২/২০২৪)
পদায়নকৃত এডিপিইও/শিক্ষা অফিসার মহোদয়গণকে হেল্পিং পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
আগামীর জন্য দোয়া ও শুভ কামনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopme.gov.bd
নম্বর: ৩৮,০০,০০০০,০০১,১২,০০১.২২.৯৯
তারিখ: ২৪ মাঘ ১৪৩০
০৭ ফেব্রুযারি ২০২৪
প্রজ্ঞাপন
মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর প্রস্তাবমতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর বিধান অনুযায়ী ৯ম গ্রেডে তথা ২২,০০০-৫৩,০৬০/- টাকার বেতন স্কেলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/শিক্ষা অফিসার পদে পদায়ন করা হলো
০২। পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১২/০২/২০২৪ তারিখ পূর্বাহ্ণে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
আব্দুল মালেক
উপসচিব
ফোন: +৮৮০২২২৩৩৫১৮০১
ইমেইল: sasad1@mopme.gov.bd

No comments
Your opinion here...