ad

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান-এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত মাউশি এর চিঠি। (০৪/০২/২০২৪)

Views

 

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান-এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত মাউশি এর চিঠি। (০৪/০২/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা।

 ই. এম. আই, এস সেল

www.dshe.gov.bd

তারিখ: ২১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ

০৪ ফেব্রুযারি ২০২৪ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৭,০২.০০০০.১১৩.৩৯.০০৬.২০.৪

বিষয: নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান/এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত।

সূত্র: (১) ৩৭.০২,০০০০,১০২,৩৭,০০৫.২০২০ অংশ ১)/ ৪২৫৬ তারিখ: ১২-১১-২০২৩ ইং

(২) ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৫.২০২১ (অংশ) ২০৮, তারিখ: ১৭ অক্টোবর ২০২৩ ইং

(৩) ৩৭,০০,০০০০,০৭৪.০০২,০০৫.২০২১(অংশ),২০৯, তারিখ: ১৭ অক্টোবর ২০২৩ ইং

(৪) ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৫.২০২১ (অংশ) ২১০, তারিখ: ১৭ অক্টোবর ২০২৩ ইং

(৫) ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৫.২০২১(অংশ) ২১১, তারিখ: ১৭ অক্টোবর ২০২৩ ইং ও

(৬) ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৫.২০২১ (অংশ) ২১২, তারিখ: ১৭ অক্টোবর ২০২৩ ইং

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সূত্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি/এমপিও এর স্তর পরিবর্তন করা হয়েছে। এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানসমূহের EMIS সিস্টেমে এমপিও এর স্তর পরিবর্তন এবং সম্পূর্ণ নতুনভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহকে নতুন এমপিও কোড প্রদান করে EMIS সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। "জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১" এর ১৭.২ অনুচ্ছেদ ও শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ অক্টোবর ২০২২খ্রি. তারিখের পরিপত্র নং-৩৭,০০,০০০০,০৭৪,০০২,০০৫.২০২১-৩৬৬-এর নির্দেশনা মোতাবেক নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ শিক্ষক-কর্মচারীরদের নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট কমিটিসমূহ কর্তৃক যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/ উপপরিচালকের দপ্তর হতে এমপিও

সিস্টেমে প্রবেশের পাসওয়ার্ড সংগ্রহ করে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

সংযুক্তি: নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তালিকা (এমপিও কোডসহ)।

স্বাক্ষরিত

খন্দকার আজিজুর রহমান

সিনিয়র সিস্টেম এনালিস্ট





DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.